Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

হাইমচরে ৩১ মার্চ থেকে ৬ষ্ঠ জাতীয় কমডেকা

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বি এম হান্নান, চাঁদপুর থেকে : মেঘনা নদীর কোল ঘেঁষে মনোরম এক প্রাকৃতিক পরিবেশ বেষ্টিত সমতল ভূমি চাঁদপুরের হাইমচর ‘চরভাঙ্গায়’ এবার অনুষ্ঠিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস্-এর ৬ষ্ঠ জাতীয় কমডেকা। অর্থাৎ কমিউনিটি ডেভলপমেন্ট ক্যাম্প। এবারের কমডেকার থীম হচ্ছে : ‘টেকসই সমাজ বিনির্মাণে স্কাউটিং।’
হাইমচর উপজেলার আলগী দক্ষিণ ইউনিয়নের চরভাঙ্গা এলাকায় মেঘনা নদীর পূর্ব পাড়ে প্রায় ১শ’ ২০ একর সমতল ভূমি জুড়ে কমডেকার আয়োজন চলছে। ৬ দিন ব্যাপী এ কমডেকা শুরু হবে ৩১ মার্চ থেকে। শেষ হবে ৫ এপ্রিল। তবে অংশগ্রহণকারী সকলে ৩০ মার্চ কমডেকার মাঠে এসে উপস্থিত হয়ে রিপোর্ট করবেন। ৩১ মার্চ থেকে শুরু হলেও পয়লা এপ্রিল ‘কমডেকার’ আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
গতকাল শনিবার সকালে কমডেকার সর্বশেষ প্রস্তুতি পর্যবেক্ষণ করেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন মায়া চৌধুরীসহ তিনজন সচিব। পরে বেলা ১১টায় হাইমচর উপজেলা পরিষদ মিলনায়তনে ১৭টি উপ-কমিটির সমম্বয় সভা অনুষ্ঠিত হয়। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ও স্কাউটের জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল, ভূমি সংস্কার আপিল বিভাগের সচিব মাহফুজুর রহমান এবং চাঁদপুরের জেলা প্রশাসক মো. মাজেদুর রহমান খানসহ সংশ্লিষ্টরা সভায় অংশগ্রহণ করেন।
চাঁদপুর জেলা স্কাউটস্ অফিস সূত্রে জানায়, এ কমডেকায় মোট অংশগ্রহণকারী হবে ৭ হাজার ৪শ’। এর মধ্যে এশিয়া প্যাসিফিক অঞ্চলের বিভিন্ন দেশ থেকে অংশ নেবে প্রায় ৪শ’ জন। বাদবাকি ৭ হাজার বাংলাদেশের ৬৪টি জেলার স্কাউট, রোভার স্কাউট সদস্য ও কর্মকর্তাগণ। ৭ হাজারের মধ্যে সবচেয়ে বেশি অংশ নেবে চাঁদপুর জেলা থেকে। এ সংখ্যা হচ্ছে মোট ৮শ’। এর মধ্যে স্কাউট ও রোভার স্কাউট সদস্য হচ্ছে সাড়ে ৭শ’ আর কর্মকর্তা হচ্ছেন ৫০ জন।
এ বিপুল সংখ্যক অংশগ্রহণকারীর আবাসনের জন্যে কমডেকা মাঠে তাঁবু টানানো হচ্ছে। প্রায় ১২শ’ তাঁবু তৈরি করা হবে বলে জানান, কমডেকার আবাসনের দায়িত্বে থাকা কর্মকর্তাগণ। ২৩ মার্চ শুক্রবার সরেজমিনে কমডেকার স্থান চরভাঙ্গা এলাকায় দেখা গেছে, মহাধুমধামে চলছে সার্বিক প্রস্ততি কাজ। জনস্বাস্থ্য বিভাগের লোকজন টয়লেট, বাথরুম ও টিউবওয়েল বসানোর কাজ করছেন। আবাসনের জন্য তাঁবু তৈরির কাজ চলছে। কথা হয় জনস্বাস্থ্য বিভাগের ক’জন কর্মকর্তার সাথে। তারা জানান, স্কাউটের জন্যে সিঙ্গেল টয়লেট করা হবে ৪শ’ টি। ছেলে-মেয়ের জন্যে পৃথক বাথরুম (গোসলখানা) থাকবে ১৮টি। প্রতিটি ১৩ ফুট লম্বা। আর বিদেশী অংশগ্রহণকারী মেহমান ও কর্মকর্তাদের জন্যে থাকবে ভিভিআইপি জোন। তাদের জন্যে ২৬টি এটাস্ট বাথরুম টয়লেটসহ থাকবে। ৩৮টি শ্যালো টিউবওয়েল বসানো হচ্ছে। মোটরের সাহায্যে পানি উত্তোলন করা হবে। আর রিজার্ভ করার জন্যে ১ হাজার লিটার ধারণ ক্ষমতার ৩৮টি পানির ট্যাংকি বসানো হয়েছে। খাবারের জন্যে পানির ব্যবস্থা করা হবে নদী থেকে। অর্থাৎ নদী থেকে পানি তুলে তা শোধন করে বিশুদ্ধ খাবার পানি হিসেবে প্রত্যেক তাঁবুতে সরবরাহ করা হবে
কমডেকার আবাসন সাব-কমিটির সহকারী পরিচালক রাসেল আহমেদ, সুধীর চন্দ্র বর্মন ও মোঃ আনোয়ার হোসেন জানান, প্রায় ১২শ’ তাঁবু বসানো হবে। বিদ্যুৎতায়নের কাজও প্রায় সম্পন্ন। সব মিলিয়ে কমডেকা কেন্দ্রিক মহাকর্মযজ্ঞ চলছে চরভাঙ্গায় মেঘনার তীর ঘেঁষে খোলা মাঠ জুড়ে।
কমডেকা বিষয়ে বাংলাদেশ স্কাউটের পরিপত্র থেকে জানা গেছে, কমডেকা হচ্ছে স্কাউট ও রোভার স্কাউটদের জীবনের অন্যতম আকর্ষণীয় ও অত্যন্ত গুরুত্বপূর্ণ কার্যক্রম। যেখানে অংশগ্রহণকারী স্কাউট ও রোভার স্কাউটরা নিজেদের প্রশিক্ষণলব্ধ দক্ষতা প্রদর্শন, পরস্পরের সাথে বন্ধুত্ব স্থাপন ও স্থানীয় জনসাধারণের সাথে মিলেমিশে সমাজ উন্নয়নে নিজেদের সম্পৃক্ত করতে পারে। অংশগ্রহণকারীদের কাছে এবারের কমডেকাকে আকর্ষণীয়, উপভোগ্য, আনন্দদায়ক ও স্মরণীয় করে তোলার লক্ষ্যে শিক্ষণীয়, বৈচিত্র্যময় ও চ্যালেঞ্জিং কমডেকা প্রোগ্রাম প্রণয়ন করা হয়েছে। কমডেকায় চ্যালেঞ্জসমূহ ‘লক্ষ্য’ এবং কেন্দ্রীয় অনুষ্ঠান সমূহ ‘উদযাপন’ নামে পরিচিত হবে।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ