Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আরএফএল চেয়ারে ১৫ শতাংশ পর্যন্ত ছাড়

| প্রকাশের সময় : ২৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

অর্থনৈতিক রিপোর্টার : গৃহস্থালি প্লাস্টিক ও ফার্নিচার প্রস্তুতকারি প্রতিষ্ঠান আরএফএল প্লাস্টিকস লিমিটেড সব ধরনের প্লাস্টিক চেয়ারে দিচ্ছে ১০ শতাংশ ছাড়। এছাড়া নির্দিষ্ট কয়েকটি ব্যান্ডের চেয়ারে থাকছে ১৫ শতাংশ পর্যন্ত মূল্যছাড়।
গৃহস্থালী প্লাস্টিক সামগ্রী ও ইলেক্ট্রনিক্স হোম অ্যাপ্লায়েন্সের বিক্রয় কেন্দ্র ‘বেস্ট বাই’ ও অনলাইন শপিং মাধ্যম অথবা ডটকমের মাধ্যমে এই ছাড়ে পছন্দের চেয়ার কিনতে পারবেন ক্রেতারা। গত ১৬ মার্চ থেকে শুরু হওয়া এ অফার চলবে ৩১ মার্চ পর্যন্ত।
আরএফএল প্লাস্টিকস এর সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার ইসফাকুল হক জানান, বর্তমানে আরএফএলের ৬২ ধরনের প্লাস্টিক ও মেটাল চেয়ার রয়েছে। এসব চেয়ারের দাম সর্বনি¤œ ৪৪৫ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ ৫হাজার টাকা পর্যন্ত। তবে ক্রেতারা এ অফারের আওতায় সর্বনি¤œ ৪৫ থেকে সর্বোচ্চ ৭৫০ টাকা পর্যন্ত ছাড় পাচ্ছেন। তিনি আরও জানান, আকর্ষণীয় ডিজাইন ও বৈচিত্র্যময় মডেলের কারণে আরএফএলের চেয়ারের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ