পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গত বৃহস্পতিবার প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ে আড়ম্বড়পূর্ণভাবে পালিত হয়েছে স্বল্পোন্নত দেশের স্যাটাস হতে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য নিয়ে শোভাযাত্রা ও আলোচনা সভা।
প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের বর্তমান ক্যাম্পাস বনানীর কামাল আতাতুর্ক এভিনিউ- বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, ট্রেজারার, রেজিস্ট্রার, সকল অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, বিভিন্ন বিভাগের শিক্ষকমন্ডলী, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণে পরিচালিত হয় সরকারের এ সাফল্য নিয়ে শোভাযাত্রা অনুষ্ঠান। তারই ধারাবাহিকতায় বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জনের ঐতিহাসিক সাফল্য শীর্ষক আলোচনা অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন প্রাইমএশিয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. আবদুল হান্নান চৌধুরী। আলোচনা অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন ট্রেজারার একেএম আশরাফুল হক, রেজিস্ট্রার আবুল কাশেম মোল্লা, স্কুল অব বিজনেস -এর ডীন, প্রফেসর, ড. এএইচএম হাবিবুর রহমান, স্কুল অব বায়েলজিক্যাল সায়েন্স -এর ডীন, প্রফেসর ড. এজেএম ওমর ফারুক, স্কুল অব ইঞ্জিনিয়ারিং এর ডীন, প্রফেসর, শেখ মোঃ হাসানুজ্জামান, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রফেসর ড. এবিএম আব্দুল্লাহ, আইন বিভাগের সিনিয়র ফ্যাকাল্টি আফতাবউদ্দিন, প্রক্টর ড. শিকদার মোহাম্মদ আনওয়ারুল ইসলাম এবং ইন্টারন্যাশনাল টুরিজম এ্যন্ড হসপিটালিটি মেনেজম্যান্ট (আইটিএইচএম) বিভাগের বিভাগীয় প্রধান ড. এ. আর খান। সবশেষে ধন্যবাদ বক্তব্য রাখেন বিবিএ-এর প্রোগ্রাম ডিরেক্টর ড. মোহাম্মদ নজরুল ইসলাম। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।