Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য সহকারী লোকমানকে শাস্তির পরিবর্তে স্বস্তিমূলক বদলি

বদলি আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রধান শিক্ষিকা

| প্রকাশের সময় : ২৩ মার্চ, ২০১৮, ১২:২৪ এএম


সরকার আদম আলী, নরসিংদী থেকে : ব্যাপক আলোচনা-সমালোচনা ও দীর্ঘ গড়িমসির পর রায়পুরার বরচর প্রাথমিক বিদ্যালয়ে হামলাকারী সন্ত্রাসী স্বাস্থ্য সহকারী ও সাবেক ছাত্রলীগ নেতা লোকমানকে বদলী করা হয়েছে। তবে তাকে শাস্তিমূলক বদলী করা হয়নি। বদলী করা হয়েছে স্বস্তিমূলকভাবে (প্রাইজ ট্রান্সফার)। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন, সিভিল সার্জনকে নির্দেশনা দিয়েছেন সন্ত্রাসী লোকমানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। রায়পুরা থানার মির্জারচর চরআড়ালিয়া ও চাঁনপুর নামে ৩টি ইউনিয়নে স্বাস্থ্য সহকারীর পদ শূন্য থাকার পরও রাধানগর ইউনিয়নের স্বাস্থ্য সহকারী মনিরুজ্জামান মনিরকে লোকমানের জায়গায় বদলী করে লোকমানকে তার জায়গায় নিয়োগ দিয়েছেন। এ ব্যাপারে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আবু সাইয়্যেদ মো: ফারুকের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, সিভিল সার্জন তাকে কিছু বলেননি। তবে তিনি বলেছেন, তাকে এখানে রাখা হবে না, জরুরী ভিত্তিতে তাকে এখানে দেয়া হয়েছে। নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন মৌখিক নির্দেশনা দেয়ার পরও সিভিল সার্জন লিখিত অভিযোগ দাবী করায় নরসিংদীর শিক্ষাঙ্গনে আলোচনা-সমালোচনার ঝড় বইছে। সমালোচনায় উঠে আসছে সিভিল সার্জন সুলতানা রাজিয়ার অনুগত প্রধান সহকারী আরেক আশরাফুল ইসলাম পাঠানের ঘুষ কেলেঙ্কারী ও সিভিল সার্জনের ভূমিকার কথা। রায়পুরার বরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়ানুষ্ঠানে হামলা চালিয়ে ভাঙচুর ও শিক্ষক-শিক্ষিকাদেরকে গালাগাল করার ঘটনার অভিযোগের প্রেক্ষিতে নরসিংদী জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স¤প্রতি হামলাকারী স্বাস্থ্য সহকারী আশরাফুল ইসলাম লোকমানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। এ ব্যাপারে দৈনিক ইনকিলাবে সংবাদ প্রকাশের পর ঘটনাটি সারা জেলায় প্রকাশ হয়ে যায়। এ ব্যাপারে নরসিংদীর প্রাথমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ বলেছেন, জেলা প্রশাসকের মৌখিক নির্দেশের পর আর কোন লিখিত অভিযোগের প্রয়োজন হয় না। তিনি স্বাচিপ’র রাজনৈতিক ক্ষমতার জোরে যাচ্ছেতাই করেন বলে অভিযোগ রয়েছে। এ প্রসঙ্গে সমালোচকরা বলেন, গত ২৮ নভেম্বর নরসিংদী জেলা হাসপাতালের প্রধান সহকারী সিভিল সার্জনের একান্ত আস্থাভাজন আরেক আশরাফুল ইসলাম পাঠান সিভিল সার্জনের নামে জনৈক ঠিকাদারের নিকট থেকে নগদ ১ লাখ টাকা ঘুষ নেয়ার সময় দুদকের নিকট হাতেনাতে ধরা পড়ে। এই ঘটনার পিছনে তার ব্যক্তিগত সহকারীর হাত রয়েছে সন্দেহ করে সিভিল সার্জন তার স্বাচিপ’র রাজনৈতিক ক্ষমতা দিয়ে ব্যক্তিগত সহকারী বুলবুলকে অন্যত্র বদলী করেন। এই ঘটনার পর পিএ বুলবুল মামলা করে পুনরায় তার স্বপদে ফিরে আসেন। হাসপাতালগুলোতে প্রয়োজনীয় ঔষুধ সরবরাহ নেই, ডাক্তার নেই, প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম নেই, তিনি সেদিকে খেয়াল করছেন না। এ দিকে স্কুলে হামলা ও ভাংচুরের ঘটনায় জেলা প্রশাসকের নিকট লিখিত অভিযোগ দিয়ে এখন বদলী আতঙ্কে ভুগছেন রায়পুরার বরচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা তাহমীনা আক্তার কাকলী ও তার সহকারী শিক্ষকরা। হামলাকারী সাবেক ছাত্রলীগ নেতা ও বরচরের স্বাস্থ্য সহকারী লোকমানের গডফাদাররা তাকে দূর্গম চরাঞ্চলে শাস্তিমূলক বদলীর জন্য প্রাথমিক শিক্ষা বিভাগকে চাপ দিচ্ছে। এ খবর জানাজানি হবার পর প্রধান শিক্ষিকা তাহমীনা আক্তার কাকলী এখন চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে। প্রচন্ড মানসিক চাপে অসুস্থ হয়ে পড়ার অবস্থা সৃষ্টি হয়েছে প্রধান শিক্ষিকা কাকলীর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ