Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খুন, হত্যা, নারী নির্যাতন ইভটিজিং-এর মাত্রা ছাড়িয়ে যাচ্ছে -পীর সাহেব চরমোনাই

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, ইসলামী শরীয়াহ অনুযায়ী বালেগা মেয়েদের পর্দা করা ফরজ। এই পর্দার বিধান তুলে দেয়ার পর থেকে আমাদের দেশে নারী নির্যাতন, ইভটিজিং, পরকিয়া, খুন, হত্যা, মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। সুখের সংসার ভেঙ্গে তছনছ হয়ে যাচ্ছে। কাজেই নারীদের অধিকার দিতে চাইলে কুরআন বর্ণিত অধিকার প্রতিষ্ঠা করলেই নারীদের প্রকৃত অধিকার প্রতিষ্ঠিত হবে। ইসলাম নারীদের সমঅধিকার নয়, অগ্রাধিকার দিয়েছে। দেশে সন্ত্রাস, দুর্নীতি, মাদক ভয়াবহ রূপ নিয়েছে। মাদক এখন এত সহজলভ্য হয়েছে যে, হাতাবাড়ালেই মাদক মিলে। সমাজে মাদক সন্ত্রাস অপরাধ প্রবণতা বেড়েই চলেছে। মাদকের কারণে শান্তিপূর্ণ একটি পরিবার অশান্তির আগুনে দগ্ধ হচ্ছে। মাদকমুক্ত সমাজ গঠনে সকলকে সোচ্চার হতে হবে। গতকাল বুধবার বিকেলে চুয়াডাঙ্গা শহরের দৌলদিয়াড় কোরিয়া গোডাউন সংলগ্ন মাঠে আয়োজিত বিশাল ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন সংগঠনের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের, চরমোনাই মাদরাসার প্রধান মুফতি মাওলানা আবদুল মান্নান, মাওলানা মনিরুজ্জামানসহ স্থানীয় ওলামায়ে কেরাম ও মসজিদের ইমামগণ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • গনতন্ত্র ২২ মার্চ, ২০১৮, ১:০২ এএম says : 0
    জনগন বলছেন, আমদানিকৃত অপসংস্কৃতি ও .... ....... এর জন্য দায়ী ৷
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ