Inqilab Logo

সোমবার, ২৪ জুন ২০২৪, ১০ আষাঢ় ১৪৩১, ১৭ যিলহজ ১৪৪৫ হিজরী

রাজধানীতে মাদকাসক্ত স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী খুন : শাশুড়ি আহত

| প্রকাশের সময় : ১৯ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর কামরাঙ্গিরচরের মুসলিমবাগ এলাকায় মাদকাসক্ত স্বামী ছুরিকাঘাতে হত্যা করেছে স্ত্রী তানিয়া আক্তার (১৮ কে। এ সময় প্রতিরোধ করার চেষ্টা করলে ছুরিকাঘাতে গুরুত্বর আহত হন তানিয়ার মা আনোয়ারা বেগম (৪৫)। তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ গত রাতে ঘাতক স্বামী আল আমিনকে গ্রেফতার করতে পারেনি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। নিহত তানিয়ার ভাই রুবেল দৈনিক ইনকিলাবকে বলেন, ৭/৮ মাস আগে তানিয়া প্রেম করে বিয়ে করে আল আমিনকে। বিয়ের পর তারা জানতে পারেন আল আমিন মাদকাসক্ত। এ নিয়ে তাদের মধ্যে প্রায় সময়ই ঝগড়া হতো। তাদের পাশাপাশি বাসা। গতকাল রোববার বিকেল ৪টার দিকে তানিয়া বাপের ঘরে বসে ছিল। এ সময় আল আমিন যায় এবং তাদের মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে আল- আমিনের হাতে থাকা ছুরি দিয়ে তানিয়ার বুকে ও পেটে আঘাত করে। এ সময় তানিয়ার মা আনোয়ারা বেগম এগিয়ে গেলে আল আমিন তাকেও ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে তাদের হাসপাতালে নেয়া হলে রাত ৮টায় তানিয়া মারা যায়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ