Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শাহজালালে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার

| প্রকাশের সময় : ১৬ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রানওয়েতে বিমানের ক্যাটারিং থেকে সাড়ে ৯ কেজি স্বর্ণ উদ্ধার করেছে ঢাকা কাস্টমস হাউস। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ স্বর্ণ আটক করা হয়। উদ্বারকৃত সোনার বাজারমূল্য আনুমানিক সাড়ে চার কোটি টাকা। সোনা চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে বিমানের ক্যাটারিং সার্ভিস শাখার দুজনকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢাকা কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার অথেলো চৌধুরী। তারা হলেন- বিএফসিসির ক্যাজুয়াল শ্রমিক প্যান্ট্রিম্যান- শাহীন ও রুহুল। শুল্ক সদস্যরা তাদের আটক করার পর জানতে পারে ইকবাল নামের অপর এক প্যান্ট্রি ম্যানও এতে জড়িত। এ সময় তাকেও অফিসে গিয়ে জিজ্ঞাসাবাদ করেন তারা। তবে তাকে পরে এসে জিজ্ঞাসাবাদের প্রয়োজনে নিয়ে যাওয়া হবে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল বেলা জেদ্দা থেকে সিলেট হয়ে ঢাকায় আসা বিমানের একটি ফ্লাইট হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণের সঙ্গে সঙ্গেই শুল্ক সদস্যরা সেখানে অবস্থান নেয়। এ সময় তারা দূর থেকে নজরদারি করতে থাকেন। এক পর্যায়ে ফ্লাইট থেকে খাবারের কার্ট নামানোর সঙ্গে সঙ্গেই সেখানে হানা দেন তারা। এ সময় ওই কার্ট থেকে এসব সোনার বার জব্দ করেন। সেখানে কর্মরত তিনজনকেও তারা হাতে নাতে আটক করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ