পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
১৫ মার্চ বৃহস্পতিবার জাতীয় বিশ^বিদ্যালয়ের অধিভুক্ত ৯টি কলেজে ¯œাতক (সম্মান) পর্যায়ে প্রবর্তিত ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিষয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে কক্সবাজারে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে সংশ্লিষ্ট বিষয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. হারুন-অর-রশিদের সভাপতিত্বে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল ও মহিলা আসনের সংসদ সদস্য খোরশেদ আরা হক। ভিসির নেতৃত্বে ‘শিক্ষায় পর্যটন, কর্মসংস্থান ও উন্নয়ন’ ¯েøাগান নিয়ে ব্যানার ও প্ল্যাকার্ডসহ কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্র থেকে একটি পর্যটন র্যালি বের হয়। র্যালিতে পর্যটন শিক্ষা কোর্স প্রবর্র্তিত ৯টি কলেজের অধ্যক্ষবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, স্থানীয় পুলিশ সুপার, বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও আমন্ত্রিত অতিথিবৃন্দসহ তিন শতাধিক লোক অংশগ্রহণ করেন। র্যালির শুরুতে নেপালে বিমান দুর্ঘটনায় ইউএস-বাংলা এয়ারলাইন্সের নিহত যাত্রীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে ১ মিনিট নিরবতা পালন ও কালো ব্যাজ ধারণ করা হয়। র্যালি শেষে পর্যটন বিষয়ে একটি ডকুমেন্টারি প্রদর্শন করে কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কর্মশালা শুরু হয়। এতে স্বাগত বক্তব্য রাখেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মশিউর রহমান। কর্মশালায় ‘বাংলাদেশে পর্যটনের সমস্যা ও সম্ভাবনা’ শীর্ষক প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ বিভাগের অধ্যাপক ড. সৈয়দ রাশিদুল হাসান।
সভাপতির বক্তব্যে জাতীয় বিশ^বিদ্যালয়ের ভিসি বলেন, যুগের চাহিদা, বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা, জাতীয় উন্নয়ন ও শিক্ষার্থীদের কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখে জাতীয় বিশ^বিদ্যালয় মূল ক্যাম্পাস ও ৯টি অধিভুক্ত কলেজে প্রাথমিক পর্যায়ে ‘ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট’ নামে ¯œাতক (সম্মান ) নতুন এই শিক্ষা-কোর্স প্রবর্তন করা হয়েছে। পর্যায়ক্রমে অন্যান্য কলেজেও এই শিক্ষা কার্যক্রম সম্প্রসারণ করা হবে। জাতীয় বিশ^বিদ্যালয়ে ¯œাতক (সম্মান) ট্যুরিজম শিক্ষা-কোর্স বাংলাদেশের পর্যটন শিল্পের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কর্মশালাশেষে শিক্ষার্থীরা বিভিন্ন গ্রæপে ভাগ হয়ে কক্সবাজারের কয়েকটি নামকরা হোটেলের কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।