পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
অর্থনৈতিক রিপোর্টার : চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বর ছয় মাসে রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলগুলোর (ইপিজেড) রফতানি আয় বেড়েছে ১২ শতাংশ। এ সময়ে এসব অঞ্চল থেকে রফতানি হয়েছে ৩৪৭ কোটি ডলারের পণ্য। আগের বছরের একই সময়ে যা ছিল ৩১১ কোটি ডলার।
রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) আওতায় আটটি ইপিজেড রয়েছে। এ সময়ে ইপিজিডের বাইরে দেশের মোট রফতানি সাত দশমিক ১৫ শতাংশ বেড়ে হয়েছে এক হাজার ৭১২ কোটি ডলারের পণ্য। বেপজার মহাব্যবস্থাপক নাজমা বিনতে আলমগীর বলেন, সঠিক ব্যবস্থাপনা, ওয়ানস্টপ সার্ভিস, দক্ষ শ্রমিকের সহায়তায় রফতানি আয় বেড়েছে ইপিজেডগুলোর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।