Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বৃষ্টি চাই বৃষ্টি নেই শুষ্ক রুক্ষ আবহাওয়া মিলছে না পূর্বাভাসও

| প্রকাশের সময় : ১৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

চট্টগ্রাম ব্যুরো : ফাল্গুন মাস শেষ। চৈত্রের শুরু। খরার দহনে দিন দিন তেঁতে উঠেছে গোটা দেশ। আবহাওয়া বিভাগের পূর্বাভাসে গত কয়েকদিন ধরেই বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানানো হলেও প্রত্যাশিত বৃষ্টির দেখা নেই। গত মঙ্গলবার দিবাগত রাতে রাঙ্গামাটি, চট্টগ্রাম, সিলেট, পঞ্চগড় ও ভোলা জেলায় অস্থায়ী দমকা বাতাসের সাথে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়। এছাড়া পূর্বাভাস অনুযায়ী গতকাল (বুধবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় দেশের কোথাও ছিটেফোঁটাও বৃষ্টিপাত হয়নি। মিলছে না পূর্বাভাসও।
বরং তির্যক সূর্যের কড়া রোদের তেজে, ধূলাবালির রাজ্য, মশার যন্ত্রণায় মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। বিরাজ করছে শুষ্ক রুক্ষ খটখটে আবহাওয়া। আবার কোথাও কোথাও ভোরে হালকা কুয়াশার সঙ্গে শীত অনুভূত হচ্ছে। এহেন বিপরীতমুখী খেয়ালী আবহাওয়ায় বিভিন্ন রোগ-ব্যাধির প্রকোপ দেখা দিয়েছে। সবখানে মানুষের আর্তি, হিমেল দমকা হাওয়ার সাথে শীতল বৃষ্টির পরশ চাই। কিন্তু নেই বৃষ্টির দেখা।
এদিকে গতকাল সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টায় আগের দিনের চেয়েও তাপমাত্রার পারদ উপরে উঠে যায়, সর্বোচ্চ ছিল যশোরে ৩৬.৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনি¤œ শ্রীমঙ্গলে ১৫.৭ ডিগ্রি সে.। ঢাকায় সর্বোচ্চ ৩৪.২ এবং ২১.৬ ডিগ্রি সে.।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যা পর্যন্ত ২৪ ঘণ্টার পূর্বাভাসে জানা গেছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে। নোয়াখালী ও কুমিল্লা অঞ্চলসহ রংপুর ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এর পরের ৫ দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। আবহাওয়া বিভাগ জানায়, লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও এর সংলগ্ন বাংলাদেশে অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ