Inqilab Logo

শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উত্তর রসুলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় স্থান ও শিক্ষক সঙ্কটে পাঠদান ব্যাহত

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

প্রতিবাদে উপজেলা পরিষদ ঘেরাও করে স্মারকলিপি প্রদান
নান্দাইল (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা : ময়মনসিংহের নান্দাইল উপজেলার নান্দাইল ই্উনিয়নের উত্তর রসুলপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি ২০১৩ ইং শিক্ষাবর্ষ থেকে ৮ম শ্রেণি পর্যন্ত সরকারীভাবে অনুমতি প্রাপ্ত হয়। উক্ত স্কুলটিতে প্রায় ৭ শত ছাত্র ছাত্রী অধ্যয়নরত আছে। স্কুলটিতে ১০জন শিক্ষক থাকার কথা থাকলেও বর্তমানে শিক্ষক আছে ৮ জন। তার মধ্যে ১জন মাতৃত্বকালীন ছুটিতে ১জন, বিভাগীয় প্রশিক্ষণে থাকায় বিদ্যালয়টিতে শিক্ষকের সংখ্যা দাঁড়িয়েছে ৬ জনে। ফলে মারাতœকভাবে ব্যাহত হচ্ছে পাঠদান। প্রায় ৭ শতাধিক ছাত্র-ছাত্রীদের পাঠদান ব্যাহত হওয়ার পাশাপাশি প্রয়োজনীয় বেঞ্চের অভাবে বসার স্থান সংকুলান হচ্ছেনা। ছাত্র-ছাত্রীদের মেঝেতে বসে অথবা দাঁড়িয়ে ক্লাশ করতে হয়। স্থানীয় উদ্যোগে একটি টিনের ঘর নির্মাণ করে দিলেও বেঞ্চের অভাবে শিক্ষার্থীরা ঠিকমত লেখা পড়া করতে পারছে না। বিগত দিনে বিদ্যালয়ের পরিচালনা কমিটি প্রধান শিক্ষকের মাধ্যমে শিক্ষক স্বল্পতাসহ আসবাবপত্র আবেদন করেও কোন সুরাহা পায়নি। ২০১৩ ইং সনে উক্ত বিদ্যালয়টিতে বিএডধারী ২ জন শিক্ষক পদায়নের জন্য শিক্ষা অধিদপ্তর চিঠি দিলে ও উপজেলা শিক্ষা অফিস অজ্ঞাত কারনে অদ্যাবধি কোন শিক্ষক দেয়নি। মানবিক শাখার শিক্ষক দিয়ে মাধ্যমিক পর্যায়ে গনিত ও বিজ্ঞানের ক্লাশ নেয়া হয় বলে অভিযোগ রয়েছে ফলে বিদ্যালয়টিতে কাঙ্খিত ফলাফল পাওয়া যাচ্ছেনা। এর ফলশ্রæতিতে ক্ষুদ্ধ শিক্ষার্থীরা বিদ্যমান সঙ্কট সমাধানের দাবীতে গত সোমবার নান্দাইল উপজেলা পরিষদ ঘেরাও করে উপজেলা প্রশাসনের নিকট স্বারকলিপি প্রদান করে। শিক্ষার্থীরা আগামী ৭ দিনের মধ্যে বিদ্যমান সমস্যার সমাধান না হলে ক্লাশ বন্ধের সিন্ধান্ত নেন যা বর্তমানে ক্লাশবর্জন অব্যাহত রয়েছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ