Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে মাদরাসাছাত্রকে অমানবিক নির্যাতন

| প্রকাশের সময় : ৮ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ল²ীপুর সংবাদদাতা : ল²ীপুরে শাহিন আলম নভেল (৯) নামের এক মাদাাসা ছাত্রকে অমানবিক ভাবে পিটিয়ে গুরুতর জখম করেছে একই মাদরাসার শিক্ষক মোঃ ফয়সাল। ভুক্তভোগী পরিবারের অভিযোগ, পড়ালেখায় অমনোযোগী হওয়ার ছুতো অভিযোগে শিশু নভেলকে নির্মম নির্যাতন চালানো হয়েছে। ঘটনার পর গুরুতর আহত ছাত্রকে মুমূর্ষবস্থায় ল²ীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় গতকাল দুপুরে স্থানীয় চররুহিতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হুমায়ন কবির পাটোয়ারীসহ শিশুটির অভিভাবকরা ঘটনার বিচার ও প্রতিকার চেয়ে সদর উপজেলা নির্বাহী অফিসারের কাছে অভিযোগ করেন। পরে ইউএনও দুই পক্ষকে দুপুরে তার কার্যালয়ে ডেকে নেয় এবং অভিযুক্ত শিক্ষক ঘটনার স্বীকারসহ ক্ষমা চান। কিন্তু নির্যাতিত শিশুটির বাবা হাজী লিটন বিচারের দাবিতে অটল থাকায় ইউএনও মোঃ নুরুজ্জামান ভুক্তভোগীদের আইনী পদক্ষেপের কথা জানান। এর আগে মঙ্গলবার ল²ীপুর পৌর শহরের উত্তর তেমুহনীতে আল মঈন ইসলামী একাডেমীতে বর্বর এ ঘটনা ঘটে। কিন্তু শিশুটির বিক্ষুব্ধ পরিবার তাৎক্ষনিক থানায় অভিযোগ করে রাজনৈতিক প্রভাব ও তদবিরের চাপে আইনী কোন সহায়তা না পাওয়ায় তারা ইউএনওর কাছে এ অভিযোগ করে বলে জানায় তারা। তাদের অভিযোগ, আল মুঈন ইসলামী একাডেমীতে এর আগে এক ছাত্রকে হত্যাসহ এ পর্যন্ত প্রায় অর্ধশত ছাত্রকে একই কায়দায় অমানবিক নির্যাতন চালায় বলে তারা ইউএনওর কাছে অভিযোগ করেন।
এ ব্যাপারে আল মুঈন ইসলামী একাডিমীর প্রধান ও মাদরাসার সুপার বশির আহম্মেদ ঘটনাটি অমানবিক দাবি করে, অভিযুক্ত শিক্ষক ফয়সালকে বরখাস্তসহ তার বিরুদ্ধে আইনী ব্যাবস্থা নেওয়ার কথা জানান। নির্যাতিত শিশু নভেল সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মুজিব উল্যা হাজী বাড়ীর, প্রবাসী হাজী লিটনের ছেলে ছাড়া আল মুঈন ইসলামী একাডিমীর ৩য় শ্রেণির ছাত্র বলে জানা গেছে। ল²ীপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুজ্জামান ভুক্তভোগীদের আইনী পদক্ষেপ গ্রহন করার জন্য পরার্মশ দেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ