পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
গত সোমবার অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আলোচনায় তারা বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন, কৃষি ও মানব সম্পদ উন্নয়নের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। দ্বিপক্ষীয় ম্যাকানিজমের আওতায় দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকের বিষয়েও একমত হন তারা। দুই নেতা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সনদের চেতনা অনুসরণ করে এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার বিষয়েও মতবিনিময় করেছেন। নেপাল পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
এরআগে সোমবার বিকেলে কাঠমাÐু পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রী আব্বাসীকে স্বাগত জানান তার নেপালী প্রতিপক্ষ অলি। সেখানে আর্মি প্যাভিলিয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় তার সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকের পর অলির দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী আব্বাসি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী গত সোমবার নেপাল পৌঁছেন। অগতকাল নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রী আব্বাসির সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সচিব ফাওয়াদ হাসান ফাওয়াদ, সামরিক সচিব ব্রিগেডিয়ার ওয়াসিম ইফতেখার চিমাসহ পাকিস্তান সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।