Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সার্ক পুনরুজ্জীবিত করতে একমত নেপাল-পাকিস্তান

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৭ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি সফররত পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহিদ খাকান আব্বাসির সঙ্গে দ্বিপাক্ষিক বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন।
গত সোমবার অনুষ্ঠিত এই আনুষ্ঠানিক আলোচনায় তারা বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন, কৃষি ও মানব সম্পদ উন্নয়নের মতো খাতগুলোতে সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেন। দ্বিপক্ষীয় ম্যাকানিজমের আওতায় দুই দেশের মধ্যে নিয়মিত বৈঠকের বিষয়েও একমত হন তারা। দুই নেতা দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) সনদের চেতনা অনুসরণ করে এই প্রক্রিয়া পুনরুজ্জীবিত করার বিষয়েও মতবিনিময় করেছেন। নেপাল পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
এরআগে সোমবার বিকেলে কাঠমাÐু পৌঁছলে পাকিস্তানের প্রধানমন্ত্রী আব্বাসীকে স্বাগত জানান তার নেপালী প্রতিপক্ষ অলি। সেখানে আর্মি প্যাভিলিয়নে পাকিস্তানের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার দেয়া হয়। এসময় তার সঙ্গে ছিলেন নেপালের প্রধানমন্ত্রী। সন্ধ্যায় দ্বিপাক্ষিক বৈঠকের পর অলির দেয়া নৈশভোজে যোগ দেন প্রধানমন্ত্রী আব্বাসি।
দুই দিনের রাষ্ট্রীয় সফরে পাকিস্তানের প্রধানমন্ত্রী গত সোমবার নেপাল পৌঁছেন। অগতকাল নেপালের প্রেসিডেন্ট বিদ্যা দেবী ভান্ডারির সঙ্গে সৌজন্য সাক্ষাত করেন।
প্রধানমন্ত্রী আব্বাসির সফরসঙ্গী হিসেবে রয়েছেন প্রধানমন্ত্রীর সচিব ফাওয়াদ হাসান ফাওয়াদ, সামরিক সচিব ব্রিগেডিয়ার ওয়াসিম ইফতেখার চিমাসহ পাকিস্তান সরকারের উর্ধ্বতন কর্মকর্তারা। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।

 

 



 

Show all comments
  • Mohammed Shah Alam Khan ৭ মার্চ, ২০১৮, ৭:৩৪ এএম says : 0
    আজ যে যে খবরটা পড়লাম সেটা নেপাল পাকিস্তান মিলে সার্ককে পুনরায় প্রতিষ্ঠিত করার প্রচেষ্টা। এটা একসময় জিয়াউর রহমান ও ইন্দ্রাগান্ধী করেছিলেন দিল্লীতে বসে এবং ভারতের সহায়তায় বাংলাদেশের প্রচেষ্টায় সার্কের জন্মহয়েছিল। কিন্তু এই খেলাটা অনেক পুরানো হয়ে গেছে এটা এখন আর সফল হবে বলে আমার মনে হয়না। তবে পাকিস্তান তার পররাষ্ট্রনীতিতে পরিপক্কতা লাভ করেছে এটাযে প্রমান করা দরকার নয়ত ভারত তাকে বর্তমান সমস্যায় কুবকাত করে ফেলবে। আমার মনে হয় এজন্যই পাকিস্তান একটা হুমকি (ভারতকে) মারছে মাত্র। এখন দেখার বিষয় ভারত বিষয়টাকে কিভাবে নিচ্ছে তাই না?? ভারত যদি বিষয়টাকে এড়িয়ে গিয়ে শক্ত হাতে এর প্রতি নজর দেন তাহলে আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে। এখন সময় বলে দিবে কোথাকার জল কোথায় যায়...
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ