পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
চট্টগ্রাম ব্যুরো : নগরীতে পৃথক দু’টি অভিযানে মাছের ট্রাক থেকে ২০ হাজার এবং সবজির ব্যাগ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। এসময় গ্রেফতার করা হয় ৫ জনকে। সোমবার গভীর রাতে নগরীর ডবলমুরিং থানার ধনিয়ালাপাড়া এলাকা থেকে মাছের ট্রাকটি আটক করে গোয়েন্দা পুলিশ। ইলিশ মাছের আড়ালে ইয়াবাগুলো টেকনাফ থেকে ঢাকায় নেয়া হচ্ছিল। ট্রাক থেকে কামরুল ইসলাম (২১), আলাউদ্দিন (১৯) ও ট্রাকচালক আবু তাহেরকে (৩২) গ্রেফতার করা হয়। কামরুল ইয়াবাগুলোর মালিক বলে জানায় পুলিশ।
এদিকে গতকাল বিকেলে রেয়াজুদ্দিন বাজারে সবজির ব্যাগে ১০ হাজার ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তারা হলো বোয়ালখালী উপজেলার মোহাম্মদ সাইফুল ইসলাম (৩৮) ও রেয়াজুদ্দিন বাজারের রয়েল প্লাজার মালিক মোহাম্মদ শামসুদ্দিন (৩৩)। রয়েল প্লাজায় প্লাস্টিক হাউজ নামক প্রতিষ্ঠান থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানান অধিদপ্তরের চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের উপ-পরিচালক শামীম আহমেদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।