পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
চাটমোহর (পাবনা) উপজেলা সংবাদদাতা : পাবনার চাটমোহরে নিজ বাড়ি থেকে হারাধন ভট্টাচার্য (৭০) নামে এক হিন্দু কবিরাজকে হাত-পা বেঁধে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে পুলিশ। নিহত হারাধন উপজেলার গুনাইগাছা ইউনিয়নের জালেশ্বর গ্রামের মৃত পার্বতীনাথ ভট্টাচার্যের ছেলে। তিনি চিরকুমার ছিলেন এবং কবিরাজী পেশার সাথে জড়িত ছিলেন। প্রতিবেশী ও নিহতের স্বজনরা জানান, তিন-চারজন বোরখা পড়া মহিলা বাড়িতে এসেছিল। ওই মহিলারা বাড়ি থেকে চলে যাওয়ার পর স্থানীয়রা নিজ ঘরে হারাধন ভট্টাচার্যকে হাত-পা বাঁধা ও মৃত অবস্থায় দেখতে পায়। ঘর তছনছ অবস্থায় পাওয়া গেছে, আর ঘরের মধ্যে ইনজেকশেন দেয়ার সিরিঞ্জ পাওয়া গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। কিভাবে তাকে হত্যা করা হয়েছে তা বোঝা যাচ্ছে না। তবে শ্বাসরোধে হত্যা করা হতে পারে বলে ধারণা পুলিশ ও স্বজনদের। চাটমোহরে আবার হত্যাকাÐ কিসের ইঙ্গিত, সঠিক তদন্তের মাধ্যমে হত্যার কারণ ও কিভাবে হত্যা করা হয়েছে তা জনগণের কাছে তুলে ধরতে হবে আইনশৃঙ্খলা বাহিনীকে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।