পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : ইয়াবা ব্যবসায়ের অভিযোগে রাজধানীর উত্তরা, পল্টন ও কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে অভিজাত হোটেল মালিক, উকিল, সাংবাদিকসহ মোট ৭ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। গত রোববার দিনগত রাতভর অভিযানে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারের তাদের কাছ থেকে ২৮ হাজার ৮০০ পিস ইয়াবা ও একটি প্রাইভেট কার জব্দ করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) খুরশিদ আলম এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, তারা সবাই মাদক ব্যবসায়ের সঙ্গে জড়িত। তাদের মধ্যে একজন কক্সবাজার মেরিন প্লাজা হোটেলের মালিক। এদের মধ্যে আসাদুজ্জামান বাবুল নামে ঢাকার একটি পত্রিকার সাংবাদিক রয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। এ ব্যাপারে সংশ্লিষ্ট্র থানায় মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।