পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
দেশবরেণ্য শিক্ষাবিদ, জনপ্রিয় কথা সাহিত্যিক প্রফেসর ড. মুহম্মদ জাফর ইকবালে উপর হামলার প্রতিবাদে দুই ঘন্টা কর্মবিরতি ও প্রতীকি অবস্থান কর্মসূচি পালন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল সোমবার বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত এই কর্মবিরতি পালন করেন শিক্ষকেরা। একই সময়ে বিশ^বিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২ এর সামনে অবস্থান কর্মসূচি পালন করেন তারা। কর্মসূচিতে বিশ^বিদ্যালয়ের প্রায় দেড়শতাধিক শিক্ষক অংশ নেন। এদিকে কর্তব্যরত দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। এছাড়া ক্যাম্পাসে কালো ব্যাজ ধারণ করে মৌন মিছিল করে সাধারণ শিক্ষার্থীরা।
অবস্থান কর্মসূচি শেষে অনুষ্ঠিত এক সমাবেশে শিক্ষক সমিতির সভাপতি প্রফেসর সৈয়দ হাসানুজ্জামান শ্যামলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক জহীর উদ্দিন আহমদের পরিচালনায় শিক্ষক নেতারা বলেন, প্রফেসর ড. জাফর ইকবালের মত শিক্ষাবিদের কারণে স্কুলের শিক্ষার্থীরা আজ পাঠ্যবইয়ের মাধ্যমে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে পারছে, বঙ্গবন্ধুকে জানার সুযোগ পাচ্ছে এবং স্বাধীনতা বিরোধীদের সম্পর্কে জেনে নিজেদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তুলার সুযোগ পাচ্ছে। জাফর ইকবালকে আঘাত করার মানে মুক্তিযুদ্ধের চেতনার উপর আঘাত করা।
তারা আরো বলেন, জাফর ইকবাল মুক্তিযুদ্ধের চেতনার ধারক ও বাহক। বারবার তাঁর উপর প্রাননাশের হুমকি থাকা সত্তে¡ও তিনি কখনোই ভয় পাননি। তিনি কোন অনুষ্ঠানে যোগ দেয়া বন্ধ করেননি, ছাত্রদের দূরে ঠেলে দেননি। তিনি এসব করেননি কারণ তিনি মুক্তিযুদ্ধের চেতনা লালন করতেন। মুক্তিযুদ্ধের চেতনায় ভয় বলতে কোন জিনিস নেই।
শাবি ভিসি প্রফেসর ফরিদ উদ্দিন আহমেদও শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে যোগ দেন। কর্মসূচি শেষে তিনি বলেন, বাংলাদেশে জঙ্গিবাদের শেকড় উপড়ে ফেলতে বর্তমান সরকার অঙ্গীকারবদ্ধ। মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে এ দেশ থেকে জঙ্গিবাদ নির্মুল করতে হবে।
দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার:
কর্তব্যরত অবস্থায় মোবাইল ফোন ব্যবহার করায় দুই পুলিশ সদস্যকে প্রত্যাহার করেছে বলে জানান সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া। তিনি বলেন, এখানে পুলিশ সদস্যদের গাফিলতি পাওয়া যায়নি তবে কর্তব্যরত অবস্থায় মোবাইল ব্যবহার করা অনুচিত বিধায় তাদেরকে প্রত্যাহার করা হয়েছে। তবে এটা শাস্তিমূলক কোন সিদ্ধান্ত নয় বলেও জানান তিনি। জানা গেছে প্রত্যাহারকৃত দুই পুলিশ সদস্যের নাম সুমন সূত্রধর ও নুরুল।
তদন্ত কমিটি গঠন:
প্রফেসর ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। তিন সদস্য বিশিষ্ট কমিটির প্রধান হলেন সমাজ বিজ্ঞান বিভাগের প্রফেসর ড. আব্দুল গণি। অন্যান্য সদস্যরা হলেন- রসায়ন বিভাগের প্রফেসর ড. সাইফুল ইসলাম ও সিএসই বিভাগের প্রফেসর ড. শহীদুর রহমান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।