Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের পাশে থাকবে ভিয়েতনাম -প্রধানমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ৫:৫৯ পিএম

রোহিঙ্গা ইস্যুতে ভিয়েতনাম বাংলাদেশের পাশে থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন ‘এই অঞ্চলের স্থিতিশীলতা ও শান্তির জন্য হুমকি যে রোহিঙ্গা ইস্যু, সেটা নিয়েও আমরা আলোচনা করেছি। এই সমস্যার শান্তিপূর্ণ সমাধানের জন্য আমি ভিয়েতনামের সহযোগিতা চেয়েছি।’ প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং কার্যকর ও স্থায়ী সমাধানের জন্য তার সমর্থন জানিয়েছেন।’

সোমবার (৫ জানুয়ারি) নিজের কার্যালয়ে ভিয়েতনামের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর এক যৌথ সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘ভিয়েতনাম আমাদের কাছের প্রতিবেশী। শান্তি ও উন্নয়নকে এগিয়ে নিয়ে এই দুই দেশ এক উদ্দেশ্য নিয়ে কাজ করে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং বিখ্যাত নেতা হো চি মিন জনগণের স্বাধীনতার জন্য তাদের জীবন দিয়েছেন। নিপীড়ক বাহিনীর বিরুদ্ধে ভিয়েতনামী মানুষের লড়াই আমাদের স্বাধীনতা যুদ্ধে উদ্বুদ্ধ করেছে। এই দুই দেশের মানুষ একই ঐতিহ্য, মূল্যবোধ লালন করেন।’

শেখ হাসিনা বলেন, ‘ষাটের দশকে শিক্ষাজীবনে আমি নিজে ভিয়েতনাম যুদ্ধের প্রতিবাদ র‌্যালিতে অংশ নিয়েছি। রাষ্ট্রপতি ত্রাণ দাই এবং আমি আমাদের অফিসিয়াল আলাপ মাত্র শেষ করেছি। আলোচনার সময় আমরা সহযোগিতার নতুন এলাকাগুলো চিহ্নিত করেছি।’

এর আগে ভিয়েতনামের প্রেসিডেন্ট সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে শেখ হাসিনা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

দুই নেতার মধ্যে একান্ত বৈঠক শেষে দ্বিপক্ষীয় বৈঠক শুরু হয়। বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন শেখ হাসিনা এবং ভিয়েতনামের পক্ষে তাদের রাষ্ট্রপ্রধান ত্রাণ দাই কুয়াং।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রধানমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ