Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুলতানা কামালের মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে আইন মন্ত্রণালয়

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সাবেক তত্ত¡াবধায়ক সরকারের উপদেষ্টা ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট সুলতানা কামাল অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন ২০০১ বাস্তবায়নে আইনমন্ত্রী আনিসুল হকের ভূমিকা নিয়ে যে নেতিবাচক মন্তব্য করেছেন তার প্রতিবাদ জানিয়েছেন আইন মন্ত্রনালয়। গতকাল মন্ত্রনালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। গত ২৪ ফেব্রæয়ারি ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে করে সুলতানা কামাল। মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষিত হয়েছে সুলতানা কামালের ওই মন্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে নি¤œরূপ ব্যাখ্যা দিয়েছে। এতে উল্লেখ করা হয়েছে, আইন প্রয়োগের ক্ষেত্রে আইনমন্ত্রীর বাধা প্রদান করার কোন কারণ নেই। বরং আইনের সুষ্ঠু ও যথাযথ প্রয়োগের মাধ্যমে কিভাবে তা বাস্তবায়ন করা যায় সেজন্য তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইন, ২০০১-এর আওতায় অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ ট্রাইব্যুনালে মামলা দায়ের করার বিধান রয়েছে এবং দায়েরকৃত মামলার সিদ্ধান্ত সমূহের বিরুদ্ধে উক্ত আইনের ১৮(১) ও (২) উপ-ধারার বিধান মতে আপিল ট্রাইব্যুনালে আপিল দায়ের করার বিধান রয়েছে এবং উল্লিখিত বিধান অনুযায়ী আইনটির সফলভাবে প্রয়োগ করার সুযোগ রয়েছে। আইনমন্ত্রীর এক্ষেত্রে অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করার কোন কারণ নেই।সুতরাং অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ আইনের প্রয়োগ বাধাগ্রস্ত করার জন্য আইনমন্ত্রীকে দায়ী করে অ্যাডভোকেট সুলতানা কামাল প্রকৃত তথ্য না জেনে যে মন্তব্য করেছেন তা অনভিপ্রেত, অগ্রহণযোগ্য, দুঃখজনক এবং ভিত্তিহীন।

 



 

Show all comments
  • আজিজুর রহমান ৫ মার্চ, ২০১৮, ৭:০৫ এএম says : 0
    আইন মানুষের কল্যাণেই হওয়া উচিত।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ