Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

হজ নিয়ে কেউ প্রতারণা করলে ছাড় দেয়া হবে না

বেসরকারী সর্বনিম্ন হজ প্যাকেজ ঘোষণা আজ

| প্রকাশের সময় : ৫ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

ভারপ্রাপ্ত ধর্ম সচিব ও হাব নেতৃবৃন্দের বৈঠক
স্টাফ রিপোর্টার : হজ নিয়ে কেউ দুর্নীতি ও প্রতারণার আশ্রয় নিলে কোনো ছাড় দেয়া হবে না। ২০১৭ সালের হজে যেসব হজ এজেন্সি নানা অনিয়ম ও প্রতারণার আশ্রয় নিয়েছিল তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়েছে। আগামী হজ ব্যবস্থাপনার কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করার জন্য সরকার ব্যাপক প্রস্তুতি নিচ্ছে। গতকাল রোবার বিকেলে ধর্ম মন্ত্রণালয়ের সভাকক্ষে ভারপ্রাপ্ত সচিব মো: আনিছুর রহমানের সাথে হাবের ইসি’র নেতৃবৃন্দের বৈঠকে ধর্ম সচিব একথা বলেন। বৈঠকে ধর্ম মন্ত্রণালয়ের যুগ্ন-সচিব মো: হাফিজ উদ্দিন, উপ-সচিব (হজ) শরাফত জামান, সিনিয়র সহকারী সচিব (হজ) এস এম মনিরুজ্জামান এবং হাবের সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়া’র নেতৃত্বে আরো উপস্থিত ছিলেন, হাবের সিনিয়র সহ-সভাপতি মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব মো: শাহাদাত হোসাইন তসলিম, কোষাধাক্ষ্য মাওলানা ফজলুর রহমান, রুহুল আমিন মিন্টু, আবু তাহেরসহ ১৮ জন ইসি সদস্য । বৈঠকে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত বেসরকারী হজযাত্রীদের নিবন্ধনের সময় নির্ধারণের দাবী জানানো হয়। বৈঠকে ধর্ম সচিব বলেন, জাতীয় হজ ও ওমরাহ নীতি অনুযায়ীই হজ প্যাকেজের পুরো টাকা জমা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজ ব্যবস্থাপনার কার্যক্রমে কোনো প্রকার অনিয়ম বরদাশত করা হবে না। এদিকে গতকাল নয়া পল্টনস্থ হাব কার্যালয়ে হাবের ইসি’র জরুরী সভায় হাব সভাপতি আব্দুস ছোবহান ভূঁইয়ার সভাপতিত্বে নেতৃবৃন্দ সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রমকে এগিয়ে নিতে ধর্ম মন্ত্রণালয়ের সর্বাতœক সহযোগিতা কামনা করা হয়। সভায় আজ সকাল ১১ টায় হাবের উদ্যোগে স্থানীয় একটি হোটেলে বেসরকারী হজ প্যাকেজ ঘোষণার সিদ্ধান্ত গৃহীত হয়। হাব মহাসচিব শাহাদাত হোসাইন তসলিম বলেন, সুষ্ঠু হজ ব্যবস্থাপনার কার্যক্রম এগিয়ে নিতে আমরা ধর্ম মন্ত্রণালয়ের সর্বাতœক সহযোগিতা চেয়েছি। আজ সোমবার হাবের সংবাদ সম্মেলনে হজ প্যাকেজের পুরো টাকা জমা দেয়ার প্রক্রিয়া সর্ম্পকে জানানো হবে। গতকাল বিকেলে সুষ্ঠু হজ ব্যবস্থাপনা এবং মধ্যস্বত্বভোগী দালালদের অপতৎপরতা বন্ধের লক্ষ্যে বাংলাদেশ হজযাত্রী ও হাজী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ও জাতীয় পার্টির’ কেন্দ্রীয় কমিটি’র সদস্য আলহাজ মো: আব্দুল বাতেন ভারপ্রাপ্ত ধর্ম সচিবের কাছে জাতীয় হজ ও ওমরাহ নীতিমালা ৩.১.৭ অনুযায়ী হজ প্যাকেজের পুরো টাকা (জমাকৃত মুয়াল্লেম ফি ব্যতীত ৩,০২,৬০৭ ) জমা নিয়ে নিবন্ধন সম্পন্ন করার দাবী জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ