Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকায়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৪ মার্চ, ২০১৮, ৬:২৬ পিএম

তিনদিনের রাষ্ট্রীয় ঢাকায় পৌঁছেছেন ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং। রোববার বিকেল চারটার কিছু সময় পরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতারণ করেন তিনি। এ সময় বিমানবন্দরে তাকে স্বাগত জানান প্রেসিডেন্ট আবদুল হামিদ, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এবং ঢাকায় নিযুক্ত ভিয়েতনামের রাষ্ট্রদূত ত্রাণ ভান খোয়ার।

তার এ সফরে হাইপ্রোফাইল বৈঠকটি সোমবার সকাল ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত হবে। বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় ঐ বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মিলিত হবেন ঢাকা সফররত দেশটির প্রেসিডেন্ট ত্রাণ দাই কুয়াং। এ বৈঠকে দুই দেশের বাণিজ্য ঘাটতি পূরণের বিষয়টি গুরুত্ব পাবে। উভয় দেশের মধ্যে কৃষি, মৎস্য ও পশুসম্পদ, সংস্কৃতি বিনিময়, শিল্প সহযোগিতা বিষয়ক বেশ কয়েকটি চুক্তি ও সমঝোতা সই হওয়ার কথা রয়েছে বলে জানিয়েছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়।

বাংলাদেশ-ভিয়েতনাম দ্বিপক্ষীয় বৈঠকের আগে সকাল ৮টায় ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সাভার জাতীয় স্মৃতিসৌধে যাবেন তিনি। সেখান থেকে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে এবং বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর পরিদর্শন করবেন ত্রাণ দাই কুয়াং। প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর বেলা আড়াইটায় হোটেল সোনারগাঁওয়ে তার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন সমাজকল্যাণমন্ত্রী রাশেদ খান মেনন।

এরপর বিকেল সাড়ে ৩টায় জাতীয় সংসদ কমপ্লেক্স পরিদর্শন করবেন এবং সেখানে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। সন্ধ্যা সাড়ে সাতটায় ভিয়েতনামের প্রেসিডেন্ট বঙ্গভবনে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে তার সম্মানে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। ভিয়েতনামের আড়াই শতাধিক সফরসঙ্গী নিয়ে এসেছেন দেশটির প্রেসিডেন্ট। এর মধ্যে ১০০ প্রতিষ্ঠানের দুই শতাধিক ব্যবসায়ীর সমন্বয়ে গঠিত একটি প্রতিনিধি দল রয়েছে।

মঙ্গলবার (৬ মার্চ) ভিয়েতনামের প্রেসিডেন্ট সকাল সাড়ে নয়টায় বাংলাদেশ-ভিয়েতনাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। তিনি ভিয়েতনাম-বাংলাদেশ বিজনেস ফোরামের একটি বৈঠকে যোগ দেবেন এবং পরে তিনি ‘ভিয়েতনাম কালচারাল ডেজ ইন বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন। তিন দিনের সফর শেষে ভিয়েতনামের প্রেসিডেন্ট মঙ্গলবার ঢাকা ছেড়ে যাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ