পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আবু হেনা মুক্তি : খুলনায় সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। আজ শনিবার তার আগমনকে কেন্দ্র করে মহানগরীতে সাজ সাজ রব। আজ বিকেলে প্রধানমন্ত্রী ঐতিহাসিক খুলনা সার্কিট হাউজ ময়দানে জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভায় প্রধান অতিথির ভাষণ দেবেন। এর আগে বেলা ১১টায় খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। ২০১৩ সালে সর্বশেষ প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুলনা সার্কিট হাউজ ময়দানে ভাষন দেন।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভ্রাতুষপুত্র শেখ হেলাল উদ্দিন এমপি গোটা জনসভা এবং কর্মসূচির সমন্বয়ক হিসেবে কাজ করেছেন। তিনি সপ্তাহকালব্যাপী গোটা আয়োজনের মনিটরিং করছেন। শেখ হেলাল এমপি বলেন, খুলনার এই জনসভা শুধু খুলনার নয়। এ জনসভা বৃহত্তর খুলনাঞ্চলের আমজনতার আশা আকাঙ্খার প্রতিচ্ছবি। শেখ হেলাল স্থানীয় নেতাকর্মীদের সাথে দফায় দফায় মতবিনিময় করে জনসভাকে জনসমুদ্রে রূপ দেয়ার কৌশল নির্ধারণ করেছেন।
খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নগরীজুড়ে তিনস্তরের নিরাপত্তা বেষ্টনী তৈরি করা হয়েছে। পাশাপাশি তৎপর রয়েছেন গোয়েন্দা সংস্থার সদস্যরা। সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে মহানগরীতে উৎসবের আমেজ সৃষ্টি হয়েছে। তাকে স্বাগত জানাতে শহরের প্রবেশ পথসহ প্রধান প্রধান সড়কে তৈরি করা হয়েছে শত শত তোরণ। বড়-ছোট সব রাস্তাতেই শোভা পাচ্ছে প্যানা, ব্যানার ও ফেস্টুন। প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক কর্মতৎপরতা চালিয়ে যাচ্ছেন।
খুলনা জেলা প্রশাসক মোঃ আমিন উল আহসান জানান, আজ বেলা ১১টায় খালিশপুরের ঈদগাহ ময়দানে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের জাতীয় সম্মেলনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। এরপর বেলা ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ৪৭টি সমাপ্ত প্রকল্পের উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। এরপর তিনি একই স্থানে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় ভাষণ দেবেন বলে জানান জেলা প্রশাসক।
আওয়ামী লীগ নেতারা বলছেন, প্রধানমন্ত্রীর এ সফর দক্ষিণ-পশ্চিমাঞ্চলের অবহেলিত মানুষের কাছে গুরুত্ব বহন করছে। উন্নয়নের পাশাপাশি প্রত্যাশা নিয়ে এরইমধ্যে বিভিন্ন দাবি করা হচ্ছে উন্নয়ন কমিটি আর শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে। নির্বাচনের বছর হওয়ায় এই সফরের রাজনৈতিক গুরুত্ব সবচেয়ে বেশি। বিশেষ করে জাতীয় সংসদ ও খুলনা সিটি নির্বাচন চলতি বছরেই অনুষ্ঠিত হবে। এ কারণে তার সফরে উজ্জীবিত তৃণমূলের নেতাকর্মীরাও।
এছাড়া আজ শনিবার বেলা ৩টায় খুলনা সার্কিট হাউজ মাঠে ৪৭টি প্রকল্পের উদ্বোধন ও ৫২টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি সংসদ সদস্য তালুকদার আব্দুল খালেক বলেন, স্মরণকালের সর্ববৃহৎ জনসভা হবে আজকের জনসভা। পুরো খুলনা শহরই হবে জনসভাস্থল। প্রধানমন্ত্রীর খুলনায় আগমন উপলক্ষে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। তারা প্রধানমন্ত্রীকে বরণের জন্য অধীর অপেক্ষায় রয়েছেন।
খুলনায় তিন স্তরের নিরাপত্তা
প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে খুলনা মহানগরীকে। খুলনা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নেওয়া হয়েছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা। এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মো. হুমায়ুন কবীর পিপিএম।
এ সময় তিনি আরও জানান, সার্বিক নিরাপত্তার জন্য মোতায়েন করা হবে সাড়ে তিন হাজার পুলিশ সদস্য। স্থাপন করা হয়েছে ৭০টির বেশি ক্লোজ সার্কিট ক্যামেরা। এছাড়া জনসভাস্থলে নেতাকর্মীদের যাতায়াতের পথে স্থাপন করা হবে আর্চওয়ে।
পুলিশ কমিশনার বলেন, খালিশপুর ও খুলনা সার্কিট হাউজ মাঠের জনসভাকে কেন্দ্র করে ইতোমধ্যেই নগরীর প্রবেশপথসহ গুরুত্বপূর্ণ স্থানে চেকপোস্ট, মোবাইল টহল, র্যাবের টহল বৃদ্ধি করা হয়েছে। এছাড়া হোটেল, ছাত্রাবাসগুলোতেও নজরদারি করা হচ্ছে। মাঠে ও মাঠের বাইরে সাদা পোশাক, পোশাকধারী এবং নারী পুলিশ মোতায়েন করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাতায়াতের পথে সব দোকানপাট একদিনের জন্য বন্ধ থাকবে বলেও জানান তিনি।
দলীয় সূত্র বলছে, জনসভায় সভাপতির দায়িত্ব পালন করবেন খুলনা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।