Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

টঙ্গীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ নিহত ১, আহত ২০

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:৫৮ এএম

টঙ্গী সংবাদদাতা : টঙ্গীর কলেজ গেট এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হকার ও চাঁদাবাজদের মধ্যে সংঘর্ষে ওমর ফারুক (৩৫) নামে একজন নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। নিহত ফারুক টঙ্গী আউচপাড়া সুরতরঙ্গ রোড এলাকায় ভাড়া থাকেন। তার বাবার নাম আব্দুল হাই।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রাতে ওমর ফারুক কলেজ গেট এলাকায় ফুটপাতের বিভিন্ন দোকান থেকে জোরপূর্বক চাঁদা তুলছিলেন। এ সময় হকারদের সঙ্গে চাঁদাবাজদের কথা কাটাকাটি ও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের এক পর্যায়ে হকাদের হামলায় ওমর ফারুক গুরুতর আহত হন। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল­াহ মাস্টার সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ২০ জন আহত হয়েছেন। আহতদের টঙ্গী সরকারি হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। টঙ্গী থানার ওসি কামাল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ