Inqilab Logo

শক্রবার ০৯ নভেম্বর ২০২৪, ২৪ কার্তিক ১৪৩১, ০৬ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সীমান্তে উত্তেজনা : মিয়ানমার রাষ্ট্রদূতকে তলব

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : বান্দরবানের তুমর্রু সীমান্তে উত্তেজনা নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূত লুইন উ কে তলব করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব এম খোরশেদ আলম তাকে তলব করেন।
এরপর বাংলাদেশের পক্ষ থেকে তাকে একটি নোট ভারবাল দেয়া হয়। পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমর্রু সীমান্তে মিয়ানমার সেনাবাহিনীর অতিরিক্ত সেনা মোতায়েন বিষয়ে দেশটির রাষ্ট্রদূতের কাছে জানতে চাওয়া হয়। তাকে এও বলা হয় যে, এটি দ্বিপক্ষীয় সম্পর্কের জন্য ভালো নয়। উল্লেখ্য, গত ফেব্রুয়ারি মাসে দুইদেশের স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে অতিরিক্ত সেনা মোতায়েন প্রসঙ্গে আলোচনা হয়। এতে বাংলাদেশের পক্ষ থেকে এ ধরনের কার্যক্রম গ্রহণ না করার জন্য আহবান জানানো হয়।।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ