Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

পুলিশের চ্যালেঞ্জ প্রতিদিনই -আইজিপি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 বিশেষ সংবাদদাতা : কাজে যোগ দেয়ার পর থেকে প্রতিদিনই পুলিশের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয় বলে মন্তব্য করেছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। গতকাল বৃহস্পতিবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে গাইবান্ধা-১ ও ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে উপ-নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি আরো বলেন, যখন যে চ্যালেঞ্জ সামনে আসবে, সে চ্যালেঞ্জ আইনের মধ্যে থেকে, পেশাদারিত্বের সাথে, আন্তরিকতার সাথে, নিষ্ঠার সাথে আমরা পালন করি। তিনি বলেন, নির্বাচন করার দায়িত্ব নির্বাচন কমিশনের। নির্বাচন কমিশন নির্বাচনকালীন সকল নির্দেশনা দিয়ে থাকেন। পুলিশের দায়িত্ব থাকে নির্বাচনকালীন সময় আইনশৃঙ্খলা রক্ষা করা, মানুষের জানমালের নিরাপত্তার বিধান করা। নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দেবে, আমরা সেভাবে দায়িত্ব পালন করবো। কোথাও যদি ব্যত্যয় ঘটে সে ক্ষেত্রে আপনাদের অবস্থানটা কী হবে জানতে চাইলে তিনি বলেন, ব্যত্যয় ঘটলে আইনে তো বলাই আছে। আইন অনুযায়ী অতীতেও ব্যবস্থা নেয়া হয়েছে, ভবিষ্যতেও নেয়া হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে গতকাল বৃহস্পতিবার বিকেলে ইসির সম্মেলন কক্ষে এ বৈঠক হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ