Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ মসজিদে মসজিদে দোয়া কর্মসূচি

| প্রকাশের সময় : ২ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

সিলেটে মাদরাসা ছাত্র নিহতের ঘটনায় ২শ’ জনকে আসামী করে মামলা : গ্রেফতার ৩
সিলেট ব্যুরো : সিলেটের জৈন্তাপুর ওয়াজ মাহফিলে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় ছাত্র নিহতের ঘটনায় মামলা দায়ের (নং-১৪(০২)১৮) করা হয়েছে। এজাহার নামীয় ৩ জনকে গ্রেফর্তাও করেছে পুলিশ । গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় মামলা ও আসামী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে জৈন্তাপুর থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কেন্দ্রি ঝিঙ্গাবাড়ী গ্রামের মছুন আলীর ছেলে সাবেক ইউপি সদস্য আব্দুল হালিম (৪০), আজিজুল হকের ছেলে কবির আহমদ (৩৫) ও ১নং লক্ষীপুর আমবাড়ী গ্রামের জাকির হোসেনের ছেলে মাহফুজুল ইসলাম (২৭)। এদিকে মাদ্ররাসা জৈন্তাপুরে ওয়াজ মাহফিলে কওমী মাদ্রাসার ছাত্র শহীদ মোজাম্মিল হত্যার প্রতিবাদে তিন দফা কর্মসূচি ঘোষনা করা হয় গত বুধবার। বিকেলে বৃহত্তর জৈন্তাপুর তৌহিদী জনতার উদ্যোগে এক প্রতিবাদ সভায় প্রধান অতিথি মাওলানা আলীম উদ্দিন দুর্লবপুরী এই কর্মসূচি ঘোষনা করেন। কর্মসূচির মধ্যে আজ শুক্রবার বাদ জুমআ সিলেট সহ দেশের প্রত্যেক মসজিদে শহীদ মোজাম্মিলের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও সারা দেশে তৌহিদী জনতার বিক্ষোভ মিছিল।
সোমবার রাত ১১ টার দিকে মাহফিলে আমন্ত্রীত বক্তা মাওলানা গাজী সুলোমান হোসাইন এর বক্তব্য প্রদানকালে দু’গ্রæপের মধ্যে সংঘর্ষে হাফিজ মাওলানা মোজ্জাম্মেল হোসেন নিহতের ঘটনায় হরিপুর বাজার মাদ্রাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুস ছালাম বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় জৈন্তাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এখলাছুর রহমানকে প্রধান আসামী করে ৫২ জনের নাম উলেখ করে মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন- জৈন্তাপুর উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক সেনা অফিসার বীর মুক্তিযোদ্ধা আব্দুল হান্নান (৫২), সাবেক ইউপি সদস্য বীর মুক্তিযোদ্ধা মিরন মিয়া(৫৫), বীর মুক্তিযোদ্ধা আফতাব আলী (৫৫), ওয়াজ মাহফিলের প্রধান বক্তা মাওলানা গাজি সুলোমান হুসাইন (৪১), ওয়াজ মাহফিল আয়োজক কমিটির সভাপতি মাওলানা আবুল বাশার (৫৬), শ্রীপুর পাথর কোয়ারীর সাধারণ সম্পাদক দিলদার হোসেন(৩৫), জৈন্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শ্রীপুর পাথর কোয়ারীর সভাপতি আব্দুল আহাদ (৪৫), বাংলাবাজার জামে মসজিদের ইমাম আব্দুন নূর(৪০), হরমুজ আলী (৫৭), সুলেমান হোসেন কন্টু (৪৭), হযরত আলী (৪৩), শরিফ উদ্দিন (২৮), হেলাল আহমদ(৩০), আব্দুল কাইয়ুম (৪০), আবুল খায়ের(৩৮), মাইজুল ইসলাম (৩৩), আব্দুল কাদির (৪০), আলী আসগর (৩৩), নুরু মিয়া(৩৬), আক্তার হোসেন(৩০), হারুন মিয়া হারু(৫৫), মঈনুদ্দিন (৩২), আব্দুল জব্বার (৩৫), মের্শেদ মিয়া (২৭), ফখরুল ইসলাম (৩৫), আছাব আলী (৪০), জাহাঙ্গীর (৩০), ইউপি সদস্য আব্দুল মোতালেব (৪৮), আব্দুল আহাদ (২২), জাকির হোসেন (৪০), সুহেল আহমদ (৩৬), আব্দুল মালিক (৪০), শাহীন (৩০), রুবেল (২৮), আব্দুল আহাদ (৪০), শাহীন (২০), সাদেক (৪০), আবুল (২৫), মাহফুজ (৩০), শামীম (২৭), নজরুল ইসলাম টেইলার (৩৫), ছানা উলা (৩০), আলী আসাদ (৩০), জাহাঙ্গীর (৩৫), জাহাঙ্গীর মোলা(৪০), বাবুল (৩০), সাদেক (৩২), শরিফ (২৫) সহঅজ্ঞাত ১৫০/২০০ জন আসামী করা হয়েছে। এ বিষয়ে জানতে জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ খান মোঃ মঈনুল জাকির বলেন- এজাহার নামীয় ৩ জন আসামী গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকীদের গ্রেফতারে অভিযান অব্যাহত আছে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের পক্ষ হতে কোন অভিযোগ দিয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন- এব্যাপারে কোন অভিযোগ এখন্ও প্ওায়া যায়নি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ