Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুরিয়ার সার্ভিস মোবাইল ব্যাংকিংসহ অনলাইন লেনদেন নজরদারির সিদ্ধান্ত -শিল্পমন্ত্রী

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির সভা

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম

 

বিশেষ সংবাদদাতা : জঙ্গি অর্থায়ন রুখতে কুরিয়ার সার্ভিস, মোবাইল ব্যাংকিংসহ সব অস্বাভাবিক অনলাইন লেনদেন নজরদারির সিদ্ধান্ত নিয়েছে সরকার। সন্দেহজনক জঙ্গি অর্থায়ন নজরদারি করতে একটি কমিটিও গঠন করা হয়েছে। গতকাল বুধবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে জঙ্গিবাদ প্রতিরোধ কমিটির অষ্টম সভা শেষে কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমির হোসেন আমু এ তথ্য জানান। যে অর্থের মাধ্যমে জঙ্গিবাদের উত্থান ঘটে তার উৎস বের করার জন্য এ সভা অনুষ্ঠিত হয়। এসময় সভায় উপস্থিত ছিলেন-স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তা ও পুলিশের আইজিসহ আইন-শৃঙ্খলা বাহিনীর প্রধানরা।
শিল্পমন্ত্রী সাংবাদিকদের বলেন, সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর মধ্যে রয়েছে- কোনো ব্যক্তি, প্রতিষ্ঠান, সংগঠনের অনুকূলে অর্থের অস্বাভাবিক লেনদেন তথা মোবাইল ব্যাংকিংয়ের অসঙ্গতি দেখলে বাংলাদেশ ব্যাংক, আইন-শৃঙ্খলা বাহিনী এবং গোয়েন্দা সংস্থাকে অবহিত করা। মোবাইল ব্যাংকিংয়ের নিয়ম-কানুন রয়েছে। ফরম, এনআইডি, সিম যেন ফলো করা হয়। এর যেন ব্যত্যয় না ঘটে সেদিকে দৃষ্টি দেয়া। বিদেশ থেকে আসা বিভিন্ন অর্থ জঙ্গি তৎপরতায় ব্যবহৃত হচ্ছে কিনা- সে বিষয়ে গোয়েন্দা নজরদারি বৃদ্ধিকরণ। তিনি বলেন, জাল নোটের প্রতিরোধ কার্যক্রম আরও জোরদার করা হচ্ছে। কুরিয়ার সার্ভিস, মোবাইল ব্যাংকিংসহ সব অস্বাভাবিক অনলাইন লেনদেন মনিটরিংয়ের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সন্দেহজনক টেলিযোগাযোগের মাধ্যমে জঙ্গি অর্থায়ন হচ্ছে কিনা- সে বিষয়ে নজরদারি চলছে। আর্থিক লেনদেনের অঙ্গতি রোধে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটি সেগুলো মনিটর করবে এবং সে ব্যাপারে সিদ্ধান্ত নেবে। আমির হোসেন আমু বলেন, জঙ্গিবাদের অর্থের উৎস অনুসন্ধান করে জানা যায় মূলত তিন ধরনের ব্যক্তি জঙ্গিবাদে অর্থায়ন করে। জঙ্গি নিজে, জঙ্গিবাদের সমর্থক ব্যক্তি, জঙ্গিবাদে সহানুভূতিশীল ব্যক্তি। নিরাপত্তা বাহিনীর দ্বিতীয় এবং তৃতীয় শ্রেণি অর্থাৎ সমর্থক এবং সহানুভূতিশীল ব্যক্তির ব্যাপারে খোঁজ-খবর রাখে এবং সেগুলোর ব্যাপারে নজরদারি রাখছে। সীমান্তে অবৈধ লেনদেন, আদান-প্রদান বা চলাচল, স্থানান্তরের বিষয়ে কঠোর নজরদারি রাখা হচ্ছে। তিনি আরো বলেন, বিভিন্ন সীমানায় সঙ্গে জড়িত অন্যান্য দেশের সঙ্গে সমঝোতা অনুযায়ী একসঙ্গে কাজ করবো। জঙ্গিবাদে অর্থায়ন রোধে সংবাদমাধ্যমের ভূমিকা চেয়ে কমিটির প্রধান বলেন, আমাদের দেশের মিডিয়ার ভূমিকা থাকা উচিত।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ