পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার: আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকায় ভোট দিন। এই নৌকা আমাদের স্বাধীনতা এনে দিয়েছি। নৌকায় ভোট দিয়েই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে। বিগত নবম ও দশম সংসদ নির্বাচনে নৌকায় ভোট দিয়েছিলেন বলেই দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের ধারা যেন অব্যাহত থাকে সেজন্য ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে (নাসিরনগর) উপ নির্বাচনেও নৌকায় ভোট দিন। গতকাল দুপুরে নাসিরনগরের উপ নির্বাচনে নৌকার পক্ষে প্রচারণার অংশ হিসেবে বর্ধিত সভা ও বিভিন্ন স্থানে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
এনামুল হক শামীম বলেন, নাসিরনগরের মাটি নৌকার ঘাটি। এই এলাকার মানুষ বার বার আওয়ামী লীগের প্রার্থী জননেতা ছায়েদুল হককে ভোট দিয়ে নির্বাচিত করেছেন। তিনি এলাকার উন্নয়ন করেছেন। অনেক কাজ এখনো চলমান। তিনি হঠাৎ করে চলে যাওয়ায় যে শুন্যতা সৃষ্টি হয়েছে, তা পুরণ হবার নয়। তার অসমাপ্ত কাজগুলো সমাপ্ত করতে নৌকায় ভোট দিন। দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে নৌকার বিজয় নিশ্চিত করার আহŸান জানিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ যখনই ঐক্যবদ্ধ হয়েছে, তখনই বিজয় এসেছে। ঐক্যবদ্ধ আওয়ামী লীগকে কেউ হারাতে পারে না।
এসময় দলীয় প্রার্থী ফরহাদ হোসেন সংগ্রাম ছাড়াও কেন্দ্রীয় ত্রাণ সম্পাদক সুজিত রায় নন্দী, কেন্দ্রীয় নেতা এ্যাডভোকেট রিয়াজুল কবির কাওছার, গোলাম রাব্বানী চিনু, ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, সাবেক ছাত্রনেতা ও কেন্দ্রীয় উপ কমিটির সদস্য হাসানুজ্জামান লিটন, আবু আব্বাস ভুঁইয়া, জেলা সাধারণ সম্পাদক আল মামুন সরকার, উপজেলা সাধারণ সম্পাদক মনির হোসেন প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।