Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শান্তি প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামগণকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে -পীর সাহেব চরমোনাই

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই বলেছেন, শান্তি প্রতিষ্ঠায় ওলামায়ে কেরামগণকে ইসলামের পক্ষে ঐক্যবদ্ধ হতে হবে। তিনি বলেন, দুর্নীতিবাজ, চরিত্রহীন লুটেরা নেতানেত্রীদের আনুগত্য পরিহার করে আল­াহর জমিনে আল­াহর হুকুমত প্রতিষ্ঠায় অবদান রাখতে হবে। তিনি বলেন, ফিরে আসতে হবে আল­াহর রাসূল সা. এর তরিকায়; আপোসহীন আদর্শিক ধারায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ লক্ষ্য নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। পীর সাহেব চরমোনাই বলেন, দেশের সর্বত্র অশান্তি বিরাজ করছে। দুর্নীতি, স্বজনপ্রীতি সমাজে মারাত্মক আকার ধারণ করছে। সমাজ থেকে অশান্তি ও দুর্নীতি দূর করে শান্তি প্রতিষ্ঠার জন্য ওলামায়ে কেরামকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হলে এদেশ থেকে অশান্তি দূর হয়ে শান্তি প্রতিষ্ঠা হতে সময়ের ব্যবধান মাত্র।
গতকাল রবিবার বিকেলে ভোলা জেলার লালমোহন উপজেলার একটি মিলনায়তনে ইসলামী আন্দোলন বাংলাদেশ লালমোহন উপজেলা আয়োজিত বিশাল ওলামা ও সুধী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। মাওলানা আবুল কাশেমের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মাওলানা মুসলেহ উদ্দিন, হাজী মুহা. সেলিম সওদাগর। এছাড়াও জেলা ইসলামী আন্দোলন নেতৃবৃন্দ ও স্থানীয় উলামায়ে কেরাম বক্তব্য রাখেন।
পীর সাহেব চরমোনাই বলেন, ইসলামের সুমহান আদর্শকে বাদ দিয়ে সমাজ ও রাষ্ট্র জীবনে পুঁজিবাদী গণতন্ত্র, নাস্তিক্যবাদী সমাজতন্ত্র এবং অসার ধর্মনিরপেক্ষতাবাদী আদর্শ গ্রহণ করায় সর্বত্র অশান্তিও আগুন জ্বলছে। এ সব মতাদর্শ দ্বারা মানবতার কল্যাণ সম্ভব নয়। ইসলাম একটি পর্ণাঙ্গ জীবন আদর্শ। ইসলাম ছাড়া মানবতার শান্তি ও মুক্তি সম্ভব নয়। দেশের সর্বস্তরের জনতাকে ইসলামের সুমহান আদর্শে ফিরে আসার আহŸান জানান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ