Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর লালবাগে বাবার হাতে ছেলে খুন

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


বিশেষ সংবাদদাতা : রাজধানীর লালবাগে বাবার ছুরিকাঘাতে শাহিন ইসলাম (২৫) নামের এক যুবক খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। পুলিশ এ ঘটনার শাহীনের ভাই সাইফুল ইসলামকে আটক করেছে। নিহত শাহিন মাদকাসক্ত ছিল বলে প্রাথমিকভাবে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে বাবা ছেলের ঝগড়ার এক পর্যায়ে শাহিনকে ছুরিকাঘাতে করলে মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়। রাত ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। শাহীনের স্ত্রী আসমা আক্তার ও তাদের দুই সন্তান রয়েছে। তারা লালবাগের আজিমপুরে ৪১ নিউ পল্টনে নিজেদের ১১ তলাবিশিষ্ট ভবনের ৫ম তলায় সপরিবারে থাকেন। ঢামেক ক্যাম্প পুলিশের উপ-পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কি নিয়ে ঝগড়া হয়েছে তা এখনও জানা যায়নি। তার স্বজনরা বলছে ছেলে মাদকাসক্ত ছিল। এ ঘটনায় অভিযুক্ত বাবা নূর ইসলাম পলাতক রয়েছে। শাহিনের ছোট ভাই সাইদুল ইসলামকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করলে বিস্তারিত জানা যাবে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। লালবাগ থানার ওসি সুভাস কুমার পাল জানান, শাহিন মাদকাসক্ত। দুই মাস আগে তাকে মাদক নিরাময় কেন্দ্র থেকে আনা হয়। শাহীন বিভিন্ন সময় বাসায় ভাংচুর করতো। নিহতের বাবাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ