Inqilab Logo

মঙ্গলবার ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০৯ আশ্বিন ১৪৩১, ২০ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

খালেদা জিয়ার মুক্তি চেয়েছে ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্য

| প্রকাশের সময় : ১ মার্চ, ২০১৮, ১২:০০ এএম


স্টাফ রিপোর্টার : বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবি করেছে ৯০’র ডাকসু ও সর্বদলীয় ছাত্র ঐক্যের সাবেক নেতৃবৃন্দ। গতকাল (বুধবার) বিএনপির মহাসচিব ও ডাকসুর সাবেক জিএস খায়রুল কবির খোকন স্বাক্ষরিত এক বিবৃতিতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ৯০’র ছাত্র নেতা আমানউল্লাহ আমান, নাজিম উদ্দিন আলম, মোস্তাফিজুর রহমান বাবুলসহ গ্রেফতারকৃত সকল রাজবন্দীর নি:শর্ত মুক্তির দাবী করা হয়। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ৯০’র স্বৈরাচার এরশাদ বিরোধী আন্দোলনে ছাত্র-জনতাসহ সর্বস্তরের জনগণ স্বৈরশাসনকে উৎখাত করে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের মাধ্যমে দেশে গণতন্ত্রের অভিযাত্রা শুরু করেছিল। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে, আজ একদলীয় সরকারের হাতে গণতন্ত্র জিম্মি হয়ে পড়েছে। মুক্তিযুদ্ধ ও ৯০’র চেতনায় জনগণের স্বাধীন মতামতের ভিত্তিতে দেশ পরিচালিত হবে এটাই গণতন্ত্রকামী মানুষের প্রত্যাশা। গণমানুষের মতের পক্ষে দেশনেত্রী বেগম খালেদা জিয়া অবস্থান নিয়েছেন, এজন্যই স্বৈরাচারী শাসক বেগম খালেদা জিয়াকে কারাগারে নিয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ