Inqilab Logo

বৃহস্পতিবার, ০৪ জুলাই ২০২৪, ২০ আষাঢ় ১৪৩১, ২৭ যিলহজ ১৪৪৫ হিজরী

ঢাকা সিটি নির্বাচন দ্রæত রুল নিষ্পত্তির নির্দেশ

| প্রকাশের সময় : ২৬ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) মেয়র পদে উপ-নির্বাচন এবং দুই সিটির স¤প্রসারিত অংশের কাউন্সিলর নির্বাাচন প্রশ্নে হাইকোর্টের দেয়া রুল দ্রæত নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। ফলে রুল নিষ্পত্তির আগ পর্যন্ত ঢাকার দুই সিটির নির্বাচন স্থগিতই থাকছে বলে জানিয়েছেন আইনজীবীরা। হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের বিরুদ্ধে নির্বাচন কমিশনের তিনটি লিভ টু আপিলের নিষ্পত্তি করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন চার বিচারকের আপিল বিভাগ গতকাল রোববার এ আদেশ দেয়। উত্তর ও দক্ষিণের নির্বাচন নিয়ে হাইকোর্টের দুটি বেঞ্চে দেয়া রুল নিষ্পত্তির জন্য বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের হাইকোর্ট বেঞ্চকে দায়িত্ব দেয়া হয়েছে সর্বোচ্চ আদালত থেকে। আপিল বিভাগে নির্বাচন কমিশনের পক্ষে শুনানি করেন ফিদা এম কামাল ও তৌহিদুল ইসলাম। রিট আবেদনকারী পক্ষে ছিলেন রোকনউদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান। এছাড়া ইসির লিভ টু আপিলে পক্ষভুক্ত হওয়া ঢাকা উত্তরে বিএনপি প্রার্থী তাবিথ আওয়ালের পক্ষে ছিলেন মাহবুব উদ্দিন খোকন। আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তরের মেয়র পদে উপনির্বাচন এবং দুই সিটিতে নতুন যুক্ত হওয়া ১৮টি করে ওয়ার্ডের কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলর নির্বাচনের জন্য গত ৯ জানুয়ারি তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন
ওই তফসিলের বৈধতা চ্যালঞ্জ করে দুই ইউপি চেয়ারম্যানের করা রিট আবেদনে হাইকোর্ট বেঞ্চ গত ১৭ জানুয়ারি উত্তরের নির্বাচন ছয় মাসের জন্য স্থগিত করে দেয়। আর ডেমরার এক ভোটারের করা এক রিট আবেদনে পরদিন হাইকোর্ট বেঞ্চ দক্ষিণের নির্বাচনও স্থগিত করে দেয়। ওই নির্বাচনের তফসিল কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুলও জারি করা হয় আদালত। ওই দুই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে ইসি। তার ধারাবাহিকতায় গতকাল দ্রæত রুল নিষ্পত্তির নির্দেশ দিল আপিল বিভাগ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ