পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : ফোরজি স্মার্টফোনের ঘাটতি মেটাতে হ্যান্ডসেট নিয়ে এসেছে মোবাইল ফোন অপারেটর রবি। রবি’র ইকমার্স আউটলেট শপডট রবিডটকম ডটবিডিতে গ্রাহকরা পাবেন স্যামসাং গ্যালাক্সি জে টু প্রাইম, স্যামসাং গ্যালাক্সি জে টু প্রো, স্যামসাং গ্যালাক্সি জেটু নেক্সট, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ ফাইভ (২০১৬), স্যামসাং গ্যালাক্সি এ সেভেন (২০১৭), স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রাইম (৩২ জিবি), স্যামসাং গ্যালাক্সি জে সেভেন ম্যাক্স, স্যামসাং গ্যালাক্সি জে সেভেন প্রো, হুয়াওয়ে নোভা টু আই, হুয়াওয়ে জি আর ফাইভ ২০১৭ প্রিমিয়াম, হুয়াওয়ে জি আর ফাইভ (২০১৭), নোকিয়া এইট, নোকিয়া ফাইভ, নোকিয়া টু, ওয়ান প্লাস ফাইভ টি ১২৮ জিবি, ওয়ান প্লাস ফাইভ টি ৬৪ জিবি ও ব্ল্যাককবেরি কীওয়ান। আকর্ষণীয় ফিচারের এ স্মার্টফোনগুলো শূণ্য শতাংশ ইএমআইতে পাওয়া যাচ্ছে। এছাড়া গ্রাহকরা এ সাইট থেকে যে কোন স্মার্টফোন কিনলে ফ্রি ডেলিভারি, আকর্ষণীয় উপহার এবং ৪জিবি ৪.৫জি ডেটা প্যাক উপভোগ করতে পারবেন। অফার সম্পর্কে বিস্তারিত জানতে https://shop.robi.com.bd/4g-handsets-hub-যঁন সাইটটি ভিজিট করতে পারেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।