পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বিএনপি কিংবা আওয়ামী লীগ নয়, জাতীয় পার্টির কাছেই মানুষ নিরাপদ বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ। গতকাল রাজধানীর বনানীতে দলীয় কার্যালয়ে এক যোগদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
অনুষ্ঠানে সাবেক মন্ত্রী মরহুম কোরবান আলীর ছেলে তারেক আলী, ডা. ফাহিম আল ফয়সাল ও ডা. জাফর মিয়ার নেতৃত্বে ৫৬ জন পেশাজীবী জাতীয় পার্টিতে যোগ দেন। এ সময় পেশাজীবীদের আহŸায়ক কমিটি জমা দেওয়ার নির্দেশ দিয়ে এরশাদ আরো বলেন, বড় দুই দল কারো কাছেই এদেশের মানুষ নিরাপদ নয়। জাতীয় পার্টির কাছেই সবাই নিরাপত্তা পাবে। জাতীয় পার্টি কোনো জ্বালাও পোড়াও, হানাহানি মারামারিতে বিশ্বাস করে না; শান্তিতে বিশ্বাস করে।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান জিএম কাদের, মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক দেলোয়ার হোসেন খান, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম প্রমূখ।
প্রধানমন্ত্রীর বিশেষ দূত এরশাদ দেশবাসীর প্রতি নতুন করে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, আমি কখনোই স্বৈরাচার ছিলাম না, কেউ যদি আমাকে স্বৈরাচার বলে দাবি করেন তাহলে প্রমাণ হাজির করুক। আমি কী স্বৈরাচারী করেছি খুঁজে পাই না। আমার রাষ্ট্রের দায়িত্ব (ক্ষমতা) নেওয়ার ইচ্ছা ছিল না, জাস্টিস আবদুস ছাত্তারের অনুরোধে দায়িত্ব নিয়েছিলাম, তিনি তখন দেশ চালাতে অপারগ ছিলেন। সে সময়ের দেশের রাজনীতির পরিস্থিতি তুলে ধরে তিনি আরো বলেন, আমি নির্বাচন দিয়ে ব্যারাকে ফিরে যেতে চেয়েছিলাম। কিন্তু সবাই ভোট বর্জন করলো। তখন বাধ্য হয়ে দল গঠন করেছি। জনগণের সেবার চেয়ে বড় ভালো মানুষ কোথাও নেই।
বাংলা ভাষার প্রতি অকৃত্রিম ভালবাসার কথা তুলে ধরে হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, বাংলা ভাষার জন্য অনেকে শহীদ হয়েছেন। কিন্তু কেউ সর্বস্তরে বাংলা চালু করেনি, আমি চালু করেছি। এর জন্য ১৯৮৭ সালে সংসদে আইন পাস করেছি। আইনে ছিল, ইংরেজি সাইনবোর্ড হলে নিচে বাংলা থাকতে হবে। এখন সরকার সেটা করার চেষ্টা করছে। কিন্তু আমিই প্রথম চালু করি, আমিই অগ্রদূত। তিনি বলেন, জাতীয় পার্টি মানুষের জন্য রাজনীতি করে। হরতাল, হানাহানি আর অপঘাতের রাজনীতি জাতীয় পার্টি সমর্থন করে না। ধীরে ধীরে জাতীয় পার্টি শক্তিশালী হচ্ছে। জনগণকে সঙ্গে নিয়ে আগামীতে জাতীয় পার্টি আবার ক্ষমতায় আসবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।