Inqilab Logo

শনিবার ১৬ নভেম্বর ২০২৪, ০১অগ্রহায়ণ ১৪৩১, ১৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফ্রান্সে উগ্রপন্থা মোকাবেলায় ব্যাপক মাত্রার নয়া কর্মসূচি প্রকাশ

ফ্রান্সের প্রধানমন্ত্রী এডুয়ার্ডো ফিলিপ্পি

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

এস এফ গেট : সিরিয়া ও ইরাকের যুদ্ধক্ষেত্র থেকে ফরাসি জিহাদিদের দেশে ফেরা এবং নজরদারি তালিকায় ঝুঁকি প্রবণ লোকদের সংখ্যা বাড়ার প্রেক্ষাপটে ফ্রান্স উগ্রপন্থা মোকাবেলায় ব্যাপক মাত্রার নয়া কর্মসূচি প্রকাশ করেছে।
প্রধানমন্ত্রী এডুয়ার্ড ফিলিপ্পি ঘোষিত এ পরিকল্পনায় ৬০টি ব্যবস্থা রয়েছে ও প্রতিরোধের উপর গুরুত্ব দেয়া হয়েছে , বিশেষ করে সমাজের মধ্যে বিপদ সংকেত চিহ্নিত করার চেষ্টার উপর।
বিশে^র বহু দেশ যে প্রবণতায় আক্রান্ত তা প্রতিরোধ ও নিয়ন্ত্রণে ফ্রান্সের চার বছরের চেষ্টায় এটা তৃতীয় চেষ্টা। ১৯৯০-এর দশকে ফ্রান্স দেশীয় ই্সলামী উগ্রপন্থীদের প্রাণঘাতী বোমা হামলার শিকার হলেও এবং ইসলামিক স্টেট গ্রæপ বা আল কায়েদার সাথে যুদ্ধে যোগ দিতে ইউরোপের যে কোনো দেশের চেয়ে বেশি সংখ্যক ফরাসি সিরিয়া ও ইরাকে গেলেও ফ্রান্স দেরিতেই উগ্রপন্থা প্রতিরোধ মূলক ব্যবস্থা নিতে শুরু করে।
নয়া পরিকল্পনায় কারাগার, শিক্ষা প্রতিষ্ঠান এমনকি স্পোর্টস ক্লাবগুলোকেও লক্ষ্যবস্তু করা হয়েছে , আর সম্পৃক্ত করা হয়েছে স্থানীয় ও জাতীয় পর্যায়ের বিশেষজ্ঞ ও সাধারণ মানুষদের।
প্যারিসের উত্তরে লিলিতে অত্যন্ত বিপজ্জনক বন্দী সম্বলিত কারাগার অবস্থিত। সেখানে বক্তৃতাকালে ফিলিপ্পি বলেন, এটি একটি সমাবেশ পরিকল্পনা। এটি এমন এক যুদ্ধ যা রাষ্ট্রের একার পক্ষে করা সম্ভব নয়।
উগ্রপন্থা মোকাবেলার পাল্টা পরিকল্পনায় গত মাসে একজন কারারক্ষীর উপর একজন উগ্রপন্থীর হামলার পর ফরাসি কারারক্ষীরা নজিরবিহীন ধর্মঘটে যাওয়ার প্রেক্ষিতে তা অবসানের লক্ষ্যে ফরাসি বিচারমন্ত্রী ঘোষিত ব্যবস্থাও রয়েছে। এ ব্যবস্থায় উগ্রপন্থার জন্য মূল্যায়নকৃত বন্দীদের সংখ্যা দ্বিগুণ করা এবং প্রবেশ নিষিদ্ধ এলাকায় আটক বন্দীদের সেলের সংখ্যা ১৫০ তে বৃদ্ধি অন্তর্ভুক্ত হয়েছে। এ বছরের শেষে এ ধরনের ৪৫০টি স্থান বৃদ্ধি করা হবে। সবগুলোর জন্যই প্রশিক্ষিত লোকজন ও উচ্চ নিরাপত্তা থাকবে।
কারাগার প্রশাসনের মতে, কারাগারে বর্তমানে ৫শ’রও বেশি সন্ত্রাসের জন্য দন্ডিত বা বিচারের অপেক্ষাধীন বন্দী রয়েছে। এ ছাড়া উগ্রপন্থার জন্য ১১৫০ জন নজরদারিতে রয়েছে।
ফিলিপ্পি বলেন, কারাগারগুলো যেখানে উগ্রপন্থার লালন ক্ষেত্র হিসেবে এখন পরিচিত, সেক্ষেত্রে ফরাসি সরকার সুষ্ঠুভাবে পরিচালিত মানসম্মত স্কুলের পরিকল্পনা করেছে যার বেশিরভাগই হবে ধর্মীয় সংস্থা পরিচালিত। তিনি বলেন, বহু বেসরকারী স্কুলই মুসলিম সংস্থাগুলো চালায় এবং রাষ্ট্র ফ্রান্সের মুসলিমদের ছাড়া এ লড়াই করতে পারবে না। তিনি বলেন, জুনের মধ্যে ফরাসি শহরগুলোতে প্রতিরোধ পরিকল্পনা গ্রহণ করা হবে।
দু’টি ডিক্রি বলে উগ্রপন্থায় দীক্ষিত সৈন্য ও পুলিশদের চাকরি থেকে অপসারণ করা হবে। অন্যদিকে একটি সমীক্ষায় পরীক্ষা করে দেখা হচ্ছে কিভাবে উগ্রপন্থা গ্রহণকারী সরকারী আমলাদের চাকরি থেকে অপসারণ করা যায় যা কঠিন আইন-বিধি সম্বলিত কর্মী শক্তির ক্ষেত্রে সহজ ব্যাপার নয়।
পরিকল্পনায় ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের পরাজয়ের পর যুদ্ধ এলাকা থেকে ফেরত আসা অপ্রাপ্ত বয়স্কদের ফরাসি সমাজে পুনর্বাসনের ব্যবস্থা আছে। ফিলিপ্পি বলেন, এ পর্যন্ত ৬৮ জন অপ্রাপ্ত বয়স্ক ফিরে এসেছে যাদের অধিকাংশেরই বয়স ১৩-র নীচে। তাদের দীর্ঘ নজরদারিতে এবং মনস্তাত্তি¡ক পর্যবেক্ষণে রাখা হবে।
ফিলিপ্পি উগ্রপন্থাকরণ প্রক্রিয়া থেকে মুক্ত করতে উগ্রপন্থাবিমুক্তকরণ শব্দ ব্যবহার নাকচ করেন। তিনি বলেন, তিনি বলেন, এ ধরনের কর্মসূচিতে জড়িত ব্যক্তিদের কিভাবে তা থেকে মুক্ত করতে হবে তা কারো জানা নেই। তিনি বলেন, উগ্রপন্থায় দীক্ষিতদের বোঝার চেষ্টার জন্য গবেষকদের একটি গ্রæপকে দায়িত¦ দেয়া হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ