Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পুলিশ বাহিনী সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দেশ বাচিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী

| প্রকাশের সময় : ২৫ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বরুড়া (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা : পুলিশ বাহিনী সন্ত্রাস জঙ্গিবাদ থেকে দেশ বাচিয়েছে। আমাদের দেশ এগিয়ে যাবে। আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নেবো। প্রধানমন্ত্রী বলেছেন বাংলাদেশকে পাল্টিয়ে দিবে। আগামী মার্চে নতুন খবর পাবেন। উন্নয়ন দেশ হিসেবে বাংলাদেশ এগিয়ে যাবে। ২০৪০ সালে আলোকিত বাংলাদেশ হবে। উন্নত দেশ হিসেবে উন্নিত হবে। পুলিশ বাহিনী এগিয়ে যাবে। বাংলাদেশ পুলিশ কেহর নয়। পুলিশ জনগনের। মাদকের ভয়াবহ রুপ নিয়েছে। আইন করে ভয়াবহ থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। সামাজিক ভাবে মাদকের বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে। ছেলে মেয়েদেরকে মাদকের কুফল সম্পর্কে বুঝাতে হবে। ধুমপান থেকে মাদক ভয়াবহ। আমাদের দেশে মাদকের কারখানা নেই। ভারত, মিয়ানমার থেকে এদেশে মাদক প্রবেশ করছে। গতকাল শনিবার কুমিল্লা জেলার বরুড়া উপজেলা পরিষদ মিলানায়তনে বরুড়া উপজেলা আইনশৃংঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। উক্ত সভায় সভাপতিত্ব করেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার মাজহারুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন চান্দিনা থেকে নির্বাচিত জাতীয় সংসদ সদস্য কুমিল্লা-৭ (চান্দিনা) অধ্যাপক আলী আশ্রাফ, স্থানীয় জাতীয় সংসদ সদস্য কুমিল্লা-৮, (বরুড়া) বীর-মুক্তিযোদ্ধা অধ্যাপক নূরুল ইসলাম মিলন। কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়াল এডমিরাল আবু তাহের, কুমিল্লা জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, ডিআইজি মনিরুল ইসলাম, জেলা পুলিশ সুপার শাহ আবিদ হোসেন, কুমিল্লা (দঃ) জেলা আ‘লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার এনামুল হক মিয়াজী। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ভূইয়া, প্রধান শিক্ষক ইলিয়াছ কাঞ্চন প্রমুখ। পরে স্বরাষ্ট্রমন্ত্রী উপজেলার আদ্রা ইউনিয়নের নলুয়া মনোহরপুর হাই স্কুলে সংবর্ধনা অনুষ্ঠানে যোগদান করেন। তিনি আবদুল লতিফ সড়ক ও নলুয়া নূরানী মাদ্রাসার ভিত্তি স্থাপন করেন। অনুষ্ঠান শেষে নলুয়া মনোহরপুর গ্রামে তাহার শশুর বাড়িতে দুপুরের খাবার খান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ