Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ১৪

| প্রকাশের সময় : ২৪ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সারাদেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪ জন নিহত হয়েছেন। গতকাল ঈশ্বরগঞ্জ, ফেনী, মাদারীপুর, ভোলা, ফুলবাড়ী, কক্সবাজার ও নাটোরে এসব দুর্ঘটনা ঘটে। এতে প্রায় ৫০ জন আহত হয়েছেন।
ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা জানান, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়ে চারজন নিহত ও কমপক্ষে ৪৪জন আহত হয়েছে। আহতদের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের ভূইয়া ফিলিং স্টেশনের কাছে চরহোসেনপুর নামক স্থানে ওই দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানায়, সকাল সাড়ে দশটার দিকে ঈশ্বরগঞ্জ পৌরশহরের ভূইয়া ফিলিং স্টেশনের কাছে ভৈরবগামী শ্যামল ছায়া পরিবহনের একটি যাত্রীবাহী বাস এক সাইকেল আরোহীকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা খেয়ে বাসটি রাস্তার পাশে পুকুরে পড়ে যায়। এতে ঘটনাস্থলে ১ নারীসহ ৪ জন নিহত ও ৪৪ জন আহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুই জনের মৃত্যৃ হয়। আহতদের মধ্যে ১৫ জনকে মারাতœক অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে আরো একজনের মৃত্যু হয়।
দুর্ঘটনায় নিহতরা হলেন- ঈশ্বরগঞ্জের জয়পুর গ্রামের সাইকেল আরোহী রতন মিয়া (২৮), বাসযাত্রী নান্দাইলের ধনারামা গ্রামের আখাল উদ্দিনের পুত্র হাদিস মিয়া (৫০), ঈশ্বরগঞ্জের বড়হিত গ্রামের রেজিয়া বেগম (৩৫) ও জামালপুরের হাসিনা খাতুন (৭৫)। ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বদরুল আলম খান এ তথ্য নিশ্চিত করেছেন।
নাটোর জেলা সংবাদদাতা জানান, নাটোরের গুরুদাসপুরে বাস এবং মোটরসাইকেলের সংঘর্ষে মোটরসাইকেলের তিন আরোহী নিহত হয়েছে। বাসটির গ্যাস সিলিন্ডারেরও বিস্ফোরণ ঘটে। বেলা ১২টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কাছিকাটা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দিলিপ কুমার জানান, সিরাজগঞ্জ থেকে ছেড়ে আসা নাটোরগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটারসাইকেলের সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি বাসটির ভিতর ঢুকে গেলে ঘটনাস্থলেই তিন আরোহির মৃত্যু হয়। এসময় গ্যাস চালিত বাসটির সিলিন্ডার বিস্ফোরণ হলে বাসটিতে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
সংঘর্ষে নিহত তিন আরোহী হলেন যোগ্নী নগর গ্রামের ইয়াকুব আলীর ছেলে রাজিব প্রাং(১৮), আব্দুল মালেক সোনার ছেলে আব্দুল হাকিম সোনার(১৮) এবং মসিন্দা গ্রামের সাইদুরের ছেলে বায়োজিদ(১৭)।
মাদারীপুর জেলা সংবাদদাতা জানান, মাদারীপুর - শরীয়তপুর আঞ্চলিক সড়কের আসমত আলী খান ব্রিজের টোলঘরের সামনে গতকাল দুপুরে ট্রাকের ধাক্কায় ২ ইটভাটা শ্রমিক মারা গেছে । দুর্ঘটনায় ৩ জন গুরতর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের ইমন সিপাহির ইট ভাটায় কাজ করতে খুলনা থেকে আসে নিহত ও আহত শ্রমিকরা। দুপুরে শ্রমিকরা একটি ভ্যানে করে বাজার নিয়ে ইট ভাটায় ফিরছিল। ভ্যানটি ব্রিজের টোলের টাকা দিতেছিল। এ সময় বিপরীত দিক থেকে একটি চাল বোঝাই ট্রাক এসে ধাক্কা দিলে ঘটনাস্থলেই খুলনার পাইকগাছার শৌলিয়া গ্রামের ফারুক (৩৮) ও শিউলি (২৮) মারা যায়। এ সময় ভ্যানে থাকা ৩ জন মারাত্মক আহত হয়। আহতদের প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে প্রেরণ করা হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল হাসপাতালে প্রেরণ করা হয়। মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. কামরুল হাসান, এ তথ্য নিশ্চিত করেছেন।
এদিকে, ফেনীতে কার্ভাডভ্যান ও পিকআপ ট্রাকের সংর্ঘষে চালক-হেলপার নিহত হয়েছেন। ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুহুরীগঞ্জে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন প্রতিনিধি। মুহুরীগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনর্চাজ মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, কার্ভাডভ্যান ও পিকআপ ট্রাকের সংর্ঘষে ট্রাকচালক ইকবাল হোসেন ও হেলপার শামীম হোসেন গুরুতর আহত হন। তাদের ফেনী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তারা মারা যান।
ভোলা জেলা সংবাদদাতা জানান, ভোলা-চরফ্যাশন সড়কে অ্যাম্বুলেন্সের ধাক্কায় সানজিদা (৯) নামের এক শিশু নিহত হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে বোরহানউদ্দিন উপজেলার মনিরাম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার সিকদার স্থানীয়দের বরাত দিয়ে জানান, দুপুরে বাজার থেকে সদাই কিনে বাড়ি ফিরছিল সানজিদা। এসময় পেছন থেকে একটি দ্রæতগতির অ্যাম্বুলেন্স তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ফুলবাড়ী (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা জানান, দিনাজপুরের নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় মাসুদ(১৭) নামে এক কলেজ ছাত্র নিহত হয়েছে। নিহত কলেজ ছাত্র উপজেলার বড়বাড়িয়া গ্রামের মোঃ মারফুদুল ইসলাম(মারফু) এর পূত্র বলে জানা যায়। বিকেল সাড়ে ৫টায় উপজেলার রতœাদীঘি নামক স্থানে গোবিন্দগঞ্জ-দিনাজপুর মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়,ওই ছাত্র মটরসাইকেল যোগে ভাদুরিয়া বাজার থেকে বাড়ীতে যাওয়ার পথে অপরদিক থেকে আসা একটি ট্রাক মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে পার্শ্বের ভটভটির সাথে ধাক্কা লেগে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ সুব্রত কুমার সরকার দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।
কক্সবাজার জেলা সংবাদদাতা জানান, কক্সবাজারের চকরিয়ায় পন্যবাহি একটি কার্ভাড ভ্যানের চাপায় মেহেরুননেছা (৭০) নামের এক নারীসহ দুই পথচারী ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়া উপজেলার বানিয়ারছড়া স্টেশনস্থ নীলগিরি নামের একটি হোটেলের সামনে ঘটেছে এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা। নিহতরা ওইসময় চট্টগ্রামের দিকে যেতে গাড়িতে উঠার জন্য ঘটনাস্থলে অপেক্ষা করছিলেন।
নিহত মেহেরুননেছা লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের ফকিরহাট এলাকার মৃত মাওলানা আবদুশ শুক্কুরের স্ত্রী। তবে নিহত অপরজনের পরিচয় গতকাল রাত সাড়ে আটটা পর্যন্ত নিশ্চিত করতে পারেনি চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি নুরে আলম পলাশ। ধারণা করা হচ্ছে, চালক নিয়ন্ত্রন হারিয়ে ফেলার কারনে সড়কের উল্টো পাশে এসে দাঁড়ানোর মানুষের উপর গাড়িটি তুলে দেয় চালক। চিরিঙ্গা হাইওয়ে পুলিশের আইসি (ইনর্চাজ) মো.নুরে আলম পলাশ বলেন, গতকাল সন্ধ্যার দিকে বেশ ক’জন নারীসহ বিপুল পরিমাণ পথচারী চট্টগ্রামের দিকে যেতে গাড়ির জন্য অপেক্ষা করছিলেন। ওইসময় সন্ধ্যা সাড়ে ছয়টা নাগাদ চট্টগ্রাম থেকে কক্সবাজারমুখী পন্যবাহি একটি কার্ভাড ভ্যান এসে সড়কে অপেক্ষামান পথচারীদের উপর চড়াও হয়। এতে ঘটনাস্থলে চাপা পড়ে নারীসহ দুইজন নিহত হন।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ