Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নির্বাচন নিয়ে কারো সঙ্গে আলোচনা হতে পারে না -খাদ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:১৯ পিএম | আপডেট : ৫:৫৮ পিএম, ২৩ ফেব্রুয়ারি, ২০১৮

একাদশ জাতীয় নির্বাচন কারো সঙ্গে আলাপ-আলোচনা হতে পারে না জানিয়েছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম। তিনি বলেন, বিএনপি শান্তিপূর্ণ আন্দোলনের নামে সাধারণ জনগণের সহানুভূতি অর্জন করতে চাচ্ছে। কিন্তু অতীত অভিজ্ঞতা বলে, যে কোনো মুহূর্তে ভয়ানক রূপ ধারণ করতে পারে বিএনপির আন্দোলন। এজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মন্ত্রী। নির্বাচন নিয়ে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলায় নেতা-কর্মীদের প্রস্তুত থাকারও আহ্বান জানান তিনি।

শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ডিএইচএমএস ডক্টরস অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ডা. মাহবুবুর রহমানের স্মরণসভায় খাদ্যমন্ত্রী এসব কথা বলেন ।

বিএনপির আইনজীবীদের কারণেই খালেদা জিয়াকে বেশি দিন কারাগারে থাকতে হচ্ছে বলে মন্তব্য কামরুল ইসলাম বলেন, বিএনপির আইনজীবীরা যথা সময়ে খালেদা জিয়ার রায়ের কপির জন্য আবেদন করেননি। এমনকি খালেদা জিয়ার ডিভিশনের ব্যাপারে তারা দুই দিন পরে আবেদন করেছে। তাদের দেরি করার কারণেই খালেদা জিয়ার মুক্তিতে বিলম্ব হবে।

স্মরণ সভায় ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায়, ডা. আলমগীর মতি, ডা. এমএ কাদের প্রমুখ বক্তব্য রাখেন।



 

Show all comments
  • গনতন্ত্র ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ৫:৫৯ পিএম says : 0
    কি পারে আর না পারে, বুঝিবে সেদিন; যেদিন জনতার হাত,পৌঁছাবে অপরাধীর গাড়ে। কত ধানে কত চাল, বুঝিবে হাড়ে হাড়ে, পালাবার পথ দিবে বন্ধ করে, জনতার বিচারে যাবে কারাগারে।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খাদ্যমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ