Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীতে প্রতারণা ও অবৈধ পানি ব্যবসার দায়ে ৫ জন গ্রেফতার

| প্রকাশের সময় : ২৩ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর সায়দাবাদে অবৈধভাবে পানির ব্যবসার অভিযোগে কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালাচ্ছে র‌্যাবের ভ্রাম্যমান আদালত। অন্যদিকে ফেসবুকে বিদেশি নাগরিক নামে বন্ধুত্ব করে প্রতারণার দায়ে এবং সায়াদাবাদে অবৈধ পানি ব্যবসার দায়ে ৫ জনকে গ্রেফতার করেছে র‌্যাব।
গতকাল বৃহস্পতিবার সকালে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম ও বিএসটিআই যৌথভাবে এ অভিযান চালায়। পানির অবৈধ ব্যবসার সাথে জড়িত বেশ কয়েকটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
সায়দাবাদের ওই পানির কারখানাটি এক বছরে আগেও সিলগালা করে দিয়েছিল ভ্রাম্যমান আদালত।
আটককৃতরা হলেন, মো. কাউসার (২৮),তোফায়েল আহমেদ টিটু (৩৯) ও রেজাউল ইসলাম (৪৯)। তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, গুলি, বিভিন্ন ব্যাংকের এটিএম কার্ড, চেক বই, মোবাইল ফোনসেট ও ৯ লাখ ৬৭ হাজার ১০ টাকা উদ্ধার করা হয়েছে।
গত বুধবার দিবাগত রাতে হাজারীবাগের ঝিগাতলার ১৫/১ নম্বরস্থ নির্মাণাধীন একটি ভবন সংলগ্ন মধুবন মিষ্টান্ন ভান্ডারের সামনে থেকে তাদের আটক করা হয়।
র‌্যাব-২ এর অপারেশন অফিসার ও সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি ফিরোজ কাউসার জানান, চক্রের সদস্যরা ফেসবুক, ভাইবার, হোয়াটসএ্যাপ, ইমোসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে টার্গেটকৃত ব্যক্তির কাছে নিজেদেরকে আফ্রিকান, আমেরিকান, ইংল্যান্ড, স্কটল্যান্ড অথবা ইউরোপের অন্যান্য দেশের নাগরিক হিসেবে পরিচয় দেয়। বিভিন্ন বিদেশি নাম ব্যবহার করে ফেসবুকে একাউন্ট খুলে টার্গেটকৃত ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব গড়ে তুলে। টার্গেটকৃত ব্যক্তির বিশ্বস্ততা অর্জন করার পর বাংলাদেশে বিনিয়োগ করার কথা বলে প্রলোভন দেখিয়ে তার নামে শাহজালাল বিমানবন্দরে উপহার হিসেবে পার্সেল পাঠিয়েছে বলে জানায়। এর কিছুদিন পরে কাস্টমস কর্মকর্তা পরিচয়ে ফোন দিয়ে পার্সেল সংগ্রহের কথা বলে। এরপর কৌশলে ওই ব্যক্তির কাছ থেকে বিপুল পরিমাণ টাকা হাতিয়ে নিতো চক্রটি।
ওয়াসা পানির লাইন থেকে অবৈধভাবে পানি জারে ঢুকিয়ে প্রতিষ্ঠানগুলো অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।
এরই মধ্যে ওয়াসার কর্মকর্তা-কর্মচারীরা এসে সায়েদাবাদের সেই অবৈধ পানির কারখানা হতে ওয়াসার পানির লাইনটি বিচ্ছিন্ন করেছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ