Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নিষিদ্ধ রাজনৈতিক দলের তালিকা চেয়ে স্বরাস্ট্র মন্ত্রণালয়কে ইসির চিঠি

| প্রকাশের সময় : ২২ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : সরকার ঘোষিত নিষিদ্ধ রাজনৈতিক দলের তালিকা চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিবের গতমঙ্গলবার কাছে এ তালিকা চেয়ে চিঠি দেয়া হয়। নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য যাচাই-বাছাইয়ের সুবিধার্থে এ তালিকা চাওয়া হয়েছে বলে ইসি সূত্রে জানা গেছে।
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইসির নিবন্ধন চাওয়া দলগুলোর আবেদন যাচাই-বাছাই শুরু করেছে ইসি। এ সংক্রান্ত কমিটির এ পর্যন্ত একটি বৈঠক হয়েছে। ওই বৈঠকে নিষিদ্ধ দলগুলোর তালিকা সংগ্রহের সিদ্ধান্ত নেয়া হয়েছে। ইসির উপ-সচিব মো. আবদুল হালিম খান স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ নির্বাচন কমিশন নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য নির্ধারিত তারিখের মধ্যে প্রাপ্ত আবেদন গুলো যাচাই-বাছাই প্রক্রিয়া শুরু করেছে। এজন্য সরকার কর্তৃক নিষিদ্ধ রাজনৈতিক দলের তালিকা প্রয়োজন। এ অবস্থায় জরুরি ভিত্তিতে তালিকা সরবরাহের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে অনুরোধ জানানো হয়েছে। নতুন দলের নিবন্ধনের জন্য আবেদন চেয়ে গত বছরের ৩০ অক্টোবর গণবিজ্ঞপ্তি জারি করে কমিশন। এতে আবেদনের শেষ দিন ছিল ৩১ ডিসেম্বর। এবার ৭৬টি নতুন দল নিবন্ধনের জন্য আবেদন করেছে বলে গণমাধ্যমকে জানান ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ