পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বিশেষ সংবাদদাতা : স¤প্রতি সৌদি আরব সফর শেষে নৌবাহিনী প্রধান এডমিরাল নিজামউদ্দিন আহমেদ গত সোমবার রাতে দেশে ফিরেছেন। এ সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে সহকারী নৌবাহিনী প্রধান (অপারেশন্স) এবং নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা আনুষ্ঠানিকভাবে নৌপ্রধানকে স্বাগত জানান। আইএসপিআরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সফরকালে নৌপ্রধান দেশটির সশস্ত্র বাহিনীর চিফ অব জেনারেল স্টাফ জেনারেল আব্দুর রহমান বিন সালেহ আল বুনিয়ান, রয়েল সৌদি নেভাল ফোর্সের কমান্ডার ভাইস এডমিরাল ফাহাদ বিন আব্দুল্লাহ আল-গুফাইলি এবং সৌদি নেভাল ফোর্সের ওয়েস্টার্ন ফ্লিটের কমান্ডার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সেখানে অবস্থানকালে নৌপ্রধান তাদের সাথে দ্বিপাক্ষিক সামরিক প্রশিক্ষণ, মহড়া ইত্যাদি আয়োজনসহ স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। তাছাড়া সেখানে অবস্থানকালে তিনি সৌদি নৌবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও স্থাপনাসমূহ পরিদর্শন করেন। এই সফর দু’দেশের মধ্যকার বিদ্যমান সুসম্পর্ককে আরও জোড়দার করার পাশাপাশি পারস্পরিক নৌ সক্ষমতা বৃদ্ধিতে কার্যকরী ভূমিকা রাখবে বলে আশা করা যায়। উল্লেখ্য, নৌপ্রধান গত ১৪ ফেব্রুয়ারি সৌদি আরব সফরের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।