পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : বার্মার রোহিঙ্গাদের গণহত্যার ইতিহাস নিয়ে একটি বই লিখেছেন সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। “বার্মার রোহিঙ্গারা গণহত্যার ইতিহাস” শিরোনামে বইটি প্রকাশ করেছে পালক পাবলিশার্স। প্রকাশক ফোরকান আহমদ। বইটি অমর একুশে গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে। মূল্য নির্ধারণ করা হয়েছে দুই শত টাকা। বইটিতে রোহিঙ্গাদের দীর্ঘ দিনের ইতিহাস, সংগ্রাম, নির্যাতনসহ নানা বিষয়ে তুলে ধরা হয়েছে। বইটি বলা হয়েছে, রোহিঙ্গা জনগোষ্ঠী শত শত বছর ধরে রাখাইন (পুরাতন আরাকান) অঞ্চলে বসবাসরত থাকলেও বার্মা বর্তমানে মিয়ানমার সামরিক সরকার হতে শুরু করে আং সাং সু চি’র, শান্তিতে নোবেল বিজয়ী তথাকথিত বেসামরিক সরকার তাদের নাগরিক হিসেবে স্বীকৃতি না দিয়ে দেশছাড়া করেছে। মিয়ানমার সরকার বিগত ৩০ বছর ধরে রোহিঙ্গাদের বিদেশি ‘বাঙালি’ আখ্যা দিয়ে জাতিগত নির্মূলের যে পরিকল্পনা করেছিল তারই চূড়ান্ত বহিঃপ্রকাশ ঘটেছে ২০১৭ সালে। ২০১৭ সালে রোহিঙ্গা নির্যাতন সমগ্র পৃথিবীকে নাড়া দিয়েছে। আমাদের সরকার মানবতার প্রেক্ষিতে মাতৃভূমি হতে বিতাড়িত রোহিঙ্গাদের আশ্রয় দেয়াতে প্রশংসিত হলেও এদের ফেরত পাঠাবার ব্যাপারে মিয়ানমারের সাথে দ্বি-পক্ষীয় আলোচনা করলেও তেমন সাফল্য এসেছে তা বলা যায় না। এ কারণে বর্তমান মিয়ানমার ও পূর্বতন বার্মা সম্পর্কে জানবার আগ্রহ বেড়েছে। অনেকেই তৎকালীন বার্মার অভ্যন্তরীণ এবং দেশ সম্বন্ধে খুব বেশি খোঁজ-খবর রাখেনি। বার্মার ইতিহাস সহ¯্র বছরের পুরাতন। তবে উপনিবেশ-উত্তর বার্মা সম্বন্ধেও তেমন জানা হয়নি। লেখক আশা প্রকাশ করেছেন বইটি পড়ে পাঠক বার্মা ও মিয়ানমারের কিছু আঙ্গিকের সাথে পরিচিত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।