Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক এটা আমার প্রত্যাশা - প্রধান নির্বাচন কমিশনার

প্রধান বিচারপতির সঙ্গে সিইসির বৈঠক

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদা বলেছেন, সব ধরনের জটিলতা কাটিয়ে খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন বলেই তার প্রত্যাশা।
তিনি বলেছেন, আমাদের উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, তারপর আমরা আছি। আশা করি এই সমস্যার সমাধান হবে। এবং আমি এও আশা করি যে, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সব সমস্যার সমাধান করে। এটা আমার প্রত্যাশা। গতকাল সোমবার দুপুরে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের সঙ্গে তার খাস কামরায় সৌজন্য সাক্ষাতের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন সিইসি। দুপুর দুইটার পর সুপ্রিম কোর্টে আসেন সিইসি। প্রধান বিচারপতির সঙ্গে প্রায় আধাঘণ্টার বৈঠক শেষে দুইটা ৩৫ মিনিটে বের হন তিনি।
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা বলেন, এখন যে অবস্থানে আছেন, এখন তিনি নির্বাচন করতে পারবেন না। এখন তিনি কনভিকটেড। এরপর সুপিরিয়র কোর্টে গেলে যেরকম নির্দেশ দেবে সেরকম হবে। উচ্চ আদালতের নির্দেশের ওপরে আমাদের কাজ করতে হয়।
এক প্রশ্নে তিনি বলেন, তারা যদি আপিল করে তখন একটা পরিস্থিতি। এখন পর্যন্ত আপিল করেনি এখন একটা পরিস্থিতি। যেহেতু আপিল করেনি তার মানে কনভিকশন অবস্থায় আছে। সুতরাং এই অবস্থায় তিনি নির্বাচন করতে পারবেন না। তারপরে উচ্চ আদালতে গেলে কিরকম ডিরেকশন আসে তার ওপরে নির্ভর করে আমাদের ডিসিশন হবে।
বিএনপি নির্বাচনে না আসলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে না- এর আগে তার এমন মন্তব্যের বিষয়ে সিইসি বলেন, আমাদের উচ্চ আদালত আছে, সুপ্রিম কোর্ট আছে, তারপর আমরা আছি। আশা করি এই সমস্যার সমাধান হবে। এবং আমি এও আশা করি যে, খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করুক এবং সব সমস্যার সমাধান করে। এটা আমার প্রত্যাশা। এখন কোর্টের যে ডাইরেকটিভস, সেটা তো আমাদের মানতে হবে। আগামী নির্বাচন নিয়ে প্রধান বিচারপতির সাথে কোনো কথা হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে কে এম নুরুল হুদা বলেন, এটা শুধুমাত্র সৌজন্য সাক্ষাৎ। একটি দুর্নীতি মামলায় দন্ড পাওয়ার পর থেকে রাজনৈতিক মহলে আলোচনা খালেদা জিয়া আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না।
গত ৮ ফেব্রæয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে ৫ বছরের কারাদন্ড দেন আদালত। এছাড়াও দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে ১০ বছরের কারাদন্ড দেয়া হয়। রায়ের অনুলিপি দিতে বিলম্ব করলে নানা আলোচনা-সমালোচনা চলে। এরপর গতকাল রায়ের অনুলিপি পেয়েছেন তার আইনজীবীরা।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ