Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বাংলাদেশের কাছে আরসা’র তথ্য চেয়েছে মিয়ানমার

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি (আরসা) সদস্যদের ব্যাপারে তদন্ত করে তথ্য প্রদানের জন্য বাংলাদেশের প্রতি আহŸান জানিয়েছে মিয়ানমার। আরসা সদস্যদের একটি তালিকা ইতোপূর্বে বাংলাদেশকে হস্তান্তর করা হয়েছে। ঢাকায় গত শুক্রবার বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে এক বৈঠকে মিয়ানমারের ইউনিয়ন হোম মিনিস্টার লে. জেনারেল কিয়াউ সোয়ে ওই অনুরোধ জানান। এর আগে মিয়ানমার কথিত আরসা সদস্যদের ১৩,০০ জনের একটি তালিকা বাংলাদেশকে দেয়। গতবছর ১৪ নভেম্বর মিয়ানমারের রাজধানী নেপিদো’তে অনুষ্ঠিত বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত নিরাপত্তা বাহিনীর বৈঠকে এই তালিকা হস্তান্তর করা হয়। একই সঙ্গে ১৯৮০ সালের বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত চুক্তি অনুযায়ী আরসা চরমন্থীদের হস্তান্তরের জন্যও অনুরোধ জানানো হয়। শুক্রবারের বৈঠকে সীমান্ত নিরাপত্তা ও স্থিতিশীলতা সংশ্লিষ্ট কর্মকাÐ বৃদ্ধির সঙ্গে জড়িত বিষয়, মাদক পাচার মোকাবেলা, বাংলাদেশ থেকে মিয়ানমারে বাস্তচ্যুত লোকজনকে ফিরিয়ে নেয়া, দুই দেশের সীমান্ত এলাকায় নিরাপত্তা ক্ষেত্রে ক্রমবর্ধমান সমঝোতা ও সহযোগিতা, সন্ত্রাসবাদ ও আন্ত:সীমান্ত অপরাধ এবং দুই দেশের মধ্য দিয়ে বয়ে যাওয়া নদীতে অপরাধ মোকাবেলার বিষয়গুলো নিয়ে আলোচনা ও সিদ্ধান্ত হয়। সূত্র : সাউথ এশিয়ান মনিটর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ