Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ভ্রমণের গল্পে ডিজিটাল মাত্রা চালু হলো বিমান হলিডেজ

| প্রকাশের সময় : ২০ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর সেবার মান আরো এক ধাপ এগিয়েছে। ভ্রমণ সংক্রান্ত সকল সুবিধা একটি একক প্লাটফর্মের মাধ্যমে দেবার লক্ষ্যে চালু করেছে বিমান হলিডেজ। এ হলিডেজ এর মাধ্যমে বিমানের সকল গন্তব্যে টিকেটের সকল সুবিধাসহ বিশ্বের সকল দেশে হোটেল বুকিং এর সুবিধা পাবেন যাত্রীরা। সাথে থাকছে হলিডে প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস এবং পিকআপ এন্ড ড্রপসহ মিট এন্ড এ্যাসিস্ট সার্ভিস।
গতকাল দুপুরে রাজধানীর কুর্মিটোলায় বিমানের প্রধান কার্যালয় বলাকা ভবনে এ প্যাকেজটি আনুষ্ঠানিক উদ্বোধন সময় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী (অব:) একথা বলেন।
প্রধান অতিথি বিমান চেয়ারম্যান এয়ার মার্শাল মোহাম্মদ ইনামুল বারী আরো বলেন,বর্তমান তীব্র প্রতিযোগিতামূলক এভিয়েশন ব্যবসায় যাত্রীদের চাহিদা প্রতিনিয়ত বাড়ছে এবং এই চাহিদার ভিন্নতা ও ব্যবসায়িক প্রয়োজনীয়তাকে গুরুত্ব দিয়ে যাত্রী সেবা সকলের দোরগোঁড়ায় পৌছে দিতে বিমান হলিডেজ এক যুগান্তকারী পদক্ষেপ। বিমান হলিডেজ এর মাধ্যমে একদিকে যেমন ভ্রমণকারীরা তাদের হাতের নাগালে এবং সাশ্রয়ী মূল্যে সেবা পাবেন তেমনি বিমানের রাজস্ব আয় বৃদ্ধিতে এটি একটি বিশেষ ভূমিকা পালন করবে।
বিমান হলিডেজ এর উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিমান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও এ এম মোসাদ্দিক আহমেদ, পরিচালক বিপণন ও বিক্রয় মোঃ আলী আহসান এবং ট্রাভেল শপ এর এক্সিকিউটিভ চেয়ারম্যান গ্রæপ ক্যাপ্টেন জনাব নাজমুল আনাম (অবঃ)সহ কর্পোরেট ও বিমানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।
বিমান হলিডেজ কর্মসূচীর আওতায় পৃথিবী জুড়ে সম্মানিত যাত্রীরা বিমান হলিডেজ এর ওয়েব লিংক িি.িনরসধহযড়ষরফধুং.পড়স এর মাধ্যমে বিমানের সকল গন্তব্যে টিকেটের সকল সুবিধাসহ বিশ্বের সকল দেশে হোটেল বুকিং এর সুবিধা পাবেন। সাথে থাকছে হলিডে প্যাকেজ, ভিসা প্রসেসিং, এয়ারপোর্ট লাউঞ্জ সার্ভিস এবং পিকআপ এন্ড ড্রপসহ মিট এন্ড এ্যাসিস্ট সার্ভিস।
বিমানের জনসংযোগ শাখার জিএম শাকিল মেরাজ জানান,বিমান হলিডেজ হবে বি টু সি (বিজনেস টু কাস্টমার) এর জন্য একটি ওয়ান স্টপ সার্ভিস অর্থাৎ একই জায়গা থেকে ভ্রমণ সংক্রান্ত সকল তথ্য ও সেবা পাওয়া যাবে। গ্রাহক ও কর্পোরেট সদস্যরা খুব সহজেই অনলাইন এর মাধ্যমে প্রমোশনাল অফার এবং ডিসকাউন্ট ও কিস্তির সুবিধা পাবেন। এই অফারগুলো শুধুমাত্র বিমানের গন্তব্যেই সীমাবদ্ধ থাকবে না, বিশ্বজুড়ে বিভিন্ন দেশে পাওয়া যাবে হোটেল, যাতায়াত ও দর্শনীয় স্থানের প্যাকেজ সহায়তা। পর্যটনকে বিকশিত করতে ও অবকাশ সংক্রান্ত অন্যান্য সেবা নিশ্চিত করতে বিমান হলিডেজউইং এর যাত্রা আজ শুরু হলো।
বিমান হলিডেজ এর যেকোন সেবা পেতে লেনদেন করা যাবে সকল প্রকার ক্রেডিট কার্ড ও বিকাশ/রকেট সার্ভিস এর মাধ্যমে। এছাড়াও বিভিন্ন ব্যাংকের কার্ড হোল্ডারগণ এবং টেলিকম সংস্থা ‘রবি ধন্যবাদ’ প্যাকেজের গ্রাহকগণের জন্য রয়েছে বিশেষ ছাড় সুবিধা।
বিমান হলিডেজ সম্পর্কে জানতে সংশ্লিষ্ট ওয়েবসাইট িি.িনরসধহযড়ষরফধুং.পড়স ভিজিট করতে অথবা টেলিফোন হটলাইন ০১৮৭৯৪৪৫৫৬৬ অথবা ০১৯৮৮১৮৮১৮৮ নম্বরে যোগাযোগ করা যাবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ