Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজধানীর বাড্ডায় বন্দুকযুদ্ধে সেই নুরুল ইসলাম নিহত

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : রাজধানীর বাড্ডায় সাতারকুল এলাকায় অভিযানে গিয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) সাথে বন্দুকযুদ্ধে নুরুল ইসলাম ওরফে নুরী (৩৮) নামে এক সন্ত্রাসী নিহত হয়েছে। গতকাল রোববার ভোরে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সকাল ৬টার দিকে কর্তব্যরত চিকিৎকস মৃত ঘোষণা করেন। এর আগে গত শনিবার দুপুরে মেরুল বাড্ডার মাছের আড়তে বাদশা নামে এক যুবককে গুলি করে হত্যার সময় জনতা ধাওয়া করে নুরুল ইসলামকে অস্ত্রসহ আটক করেন। পরে তাকে পুলিশের কাছে সোর্পদ করা হয়। বাড্ডা থানার এএসআই সামসুল হক বলেন, নুরুল ইসলাম বনানীর এমএস মুন্সি ওভারসিজ (জনশক্তি রপ্তানি) প্রতিষ্ঠানের মালিক সিদ্দিক হোসেন মুন্সী (৫০) হত্যা মামলারও আসামি। গত শনিবার রাতে তাকে সঙ্গে নিয়েসাতারকুল এলাকায় গোয়েন্দা পুলিশের একটি দল পালিয়ে যাওয়া অন্য সন্ত্রাসীদের ধরতে অভিযানে গেলে ওৎ পেতে থাকা তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি করলে নুরুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন বলেও জানান তিনি। অন্যদিকে, বাদশার নিহতের ঘটনায় তার স্ত্রী শিউলি আক্তার বাদী হয়ে বাড্ডা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। মামলায় নুরুল ইসলামসহ চারজনকে আসামি করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে পুলিশ ও গোয়েন্দা পুলিশ কাজ করছে বলে বাড্ডা থানার পুলিশ সূত্রে জানা গেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ