Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রোডম্যাপের গতি হারায়নি -ইসি সচিব

| প্রকাশের সময় : ১৯ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

 

স্টাফ রিপোর্টার : নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত রোডম্যাপের গতি হারায়নি এবং পথও হারায়নি বলে জানিয়েছেন কমিশনের ভারপ্রাপ্ত সচিব হেলালুদ্দীন আহমদ।
গতকাল রোববার রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে কমিশন সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান। রোডম্যাপ অনুযায়ী কাজগুলো মনে হয় আপনারা সময় মতো করতে পারছেন না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সচিব বলেন, রোডম্যাপে গতিহীনতা নেই। আমরা বিভিন্ন মহলের সঙ্গে যে সংলাপগুলো করেছি তার কপি কিছু দিনের মধ্যে আপনারা পেয়ে যাবেন। এটি এডিট করতে আমাদের কিছু সময় লেগেছে। অন্যান্য বিষয়ে কার্যক্রমগুলো এখনো চলমান আছে। রোডম্যাপের গতি হারায়নি এবং পথও হারায়নি। বিভিন্ন স্থানীয় সরকারের কয়েকটি নির্বাচনের তফসিল ঘোষণা করেন ভারপ্রাপ্ত সচিব। তিনি বলেন, আগামী ২৯ মার্চ ৩৪টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ, ৫৩টি ইউপিতে উপ-নির্বাচন, চারটি পৌরসভায় সাধারণ, একটি পৌরসভায় মেয়র পদে ও চারটিতে সাধারণ কাউন্সিলর পদে উপ-নির্বাচন, চট্টগ্রাম ও খুলনা সিটি করপোরেশননের ২টি ওয়ার্ডে উপ-নির্বাচন, ২টি উপজেলায় চেয়ারম্যান পদে উপ-নির্বাচন অনুষ্ঠিত হবে। তিনি বলেন, এসব নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ১ মার্চ, মনোনয়নপত্র বাছাই ৪ ও ৪ মার্চ, প্রার্থীতা প্রত্যাহার ১২ মার্চ, প্রতীক বরাদ্দ ১৩ মার্চ এবং ভোটগ্রহণ করা হবে ২৯ মার্চ।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ