Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

উন্নত বাংলাদেশ গড়তে সাংস্কৃতিক আন্দোলন অপরিহার্য অনুষঙ্গ -পরিকল্পনামন্ত্রী

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বস্তুত মুক্তি সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাবাহিকতার ফসল। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা এবং প্রধান মন্ত্রী শেখ হাসিনার সুখী, সমৃদ্ধ, উন্নত বাংলাদেশ গড়ার অভিযাত্রা সফল করে তুলতে সাংস্কৃতিক আন্দোলন এক অপরিহার‌্য অনুষঙ্গ। 

স্বাধীনতা বিরোধী অপশক্তি বাঙ্গালীর সাংস্কৃতিক চেতনা ধ্বংস করতে হাজার বছরের সর্বশ্রেষ্ঠ বাঙ্গালী জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে দেশে অস্থিরতা সৃষ্টি করে অপসংস্কৃতির যে বীজ বপন করেছে তা প্রতিহত করতে সাংস্কৃতিক সংগ্রামের কোন বিকল্প নেই। গতকাল শনিবার রাজধানীর বিশ্ব সাহিত্য কেন্দ্রে উষসী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৩৬ বছর পূর্তি ও ৩৭ বছর পর্দাপন উপলক্ষ্যে গুনীজন সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এসব কথা বলেন। মন্ত্রী বলেন, উষসী সাহিত্য-সংস্কৃতি পরিষদের নিবেদিত কর্মীরা বিগত ৩৬ বছর নিরলশভাবে কাজ করে যে সফলতা অর্জন করেছে তা মেঘনা-গোমতী কূলের সাংস্কৃতিক ঐতিহ্যের ধারাকে সমৃদ্ধ ও বেগবান করে এনে দিয়েছে গৌরব। বিশ্ব সাহিত্য কেন্দ্রে উষসী সাহিত্য-সংস্কৃতি পরিষদের এ অনুষ্ঠানের চমকপ্রদ দিক হচ্ছে এই অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য যেসকল গুনীজনদেরকে পদক প্রদান করা হয়ে তাদের মধ্যে ক্রীড়া ক্ষেত্রে অবদানের জন্য পদক পেয়েছেন নাফিসা কামাল। নাফিসা কামাল বাংলাদেশের বর্তমান সময়ের ক্রীড়া ক্ষেত্রের এক সুপরিচিত নাম। তিনি কুমিল্লা ভিক্টোরিয়ান্সের চেয়ারম্যান স্বনামধন্য আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় উচ্চতর ডিগ্রী অর্জন করেও তিনি ব্যবসায় না ঝুঁকে বাংলাদেশের ক্রিকেটকে আরো বেশী সমৃদ্ধ করতে পিতার প্রদর্শিত পথেই তিনি নিজেকে নিয়োজিত করেছেন। তার হাত ধরেই বাংলদেশের ঘরোয়া লীগ অনেক সমৃদ্দি অর্জন করেছে এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স বিপিএলে তাদের জ্যোতি প্রদর্শন করতে সক্ষম হয়েছে। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখের প্রাক্তণ সিনিয়র সচিব ও পরিচালনা পরিষদ রূপালী ব্যাংক লি.-এর চেয়ারম্যান মঞ্জুর হোসেন এবং স্বাস্থ্য সচিব (সেবা) মো. সিরাজুল ইসলাম খান।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ