পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : দেশের বিভিন্ন পেশার ৬ জন বুদ্ধিজীবীকে নিয়ে বৈঠক করেছে বিএনপি। গতকাল (শনিবার) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, বরকত উল্লাহ বুলু, নিতাই রায় চৌধুরী উপস্থিত ছিলেন। বুদ্ধিজীবীদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি প্রফেসর ড. এমাজ উদ্দিন আহমেদ, গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, সাংবাদিক মাহফুজ উল্লাহ, অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ, রাষ্ট্রবিজ্ঞানী প্রফেসর ড. দিলারা চৌধুরী, সাংবাদিক আব্দুল হাই শিকদার বৈঠকে অংশ নেন। বৈঠকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা ও বিএনপির করণীয় এবং বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। তবে বৈঠকের বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোন কিছুই জানানো হয়নি। তবে দলের একটি সূত্র জানায়, বিএনপিপন্থী এই ৬ বুদ্ধিজীবীকে নিয়ে বিশেষ এই বৈঠক করেছেন বিএনপি নেতারা। এই বৈঠকে অন্য আরও কোন বুদ্ধিজীবীকে ডাকা হয়েছিল কিনা কিংবা তারা অনুপস্থিত কিনা জানতে চাইলে বিএনপির এক নেতা জানান, বৈঠকটি দলের একটি বিশেষ বৈঠক। এখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি আন্দোলনে করণীয় আলোচনা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।