Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৭ গুণী চিকিৎসক পাচ্ছেন পিএইচডি

বিএসএমএমইউ’র ৩য় সমাবর্তন কাল

| প্রকাশের সময় : ১৮ ফেব্রুয়ারি, ২০১৮, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন আগামীকাল সোমবার। সমাবর্তনকে কেন্দ্র করে ইতোমধ্যে সব ধরণের প্রস্তুতি সম্পন্ন করেছে দেশের প্রথম বেসরকারি মেডিকেল বিশ্ববিদ্যালয়টি। গতকাল এ উপলক্ষ্যে বিশ^বিদ্যালয়ের বি বøকের ডা. মিল্টন হলে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সমাবর্তনের বিস্তারিত তুলে ধরেন বিশ^বিদ্যালয়ের ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এ সময় উপস্থিত ছিলেন প্রো-ভিসি (গবেষণা ও উন্নয়ন) প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভিসি (প্রশাসন) প্রফেসর ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ প্রফেসর ডা. মো. আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার প্রফেসর ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর প্রফেসর ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (পরিদর্শন) প্রফেসর ডা. একেএম সালেক, পরিচালক (মানবসম্পদ) ডা. জামাল উদ্দিন খলিফা, কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. হারিসুল হক, প্রচার উপ-কমিটির সভাপতি ও কার্ডিওলজি বিভাগের প্রফেসর ডা. এস এম মোস্তফা জামান প্রমুখ।
ভিসি জানান, বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন স্বনামধন্য ৭ সিনিয়র শিক্ষক ও গুণী চিকিৎসককে সম্মানসূচক পিএইচডি ডিগ্রি প্রদান করা হবে। এরা হলেনÑবিশ^বিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান প্রফেসর মতিউর রহমান, বিশ^বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি প্রফেসর মাহমুদ হাসান, শিশু বিশেষজ্ঞ ও ইনস্টিটিউট অফ চাইল্ড এন্ড মাদার হেলথ-এর প্রতিষ্ঠাতা প্রফেসর এম কিউ কে তালুকদার, অর্থোপেডিক সার্জারি বিভাগের সাবেক প্রফেসর শামসুদ্দিন আহমেদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজের ফার্মাকোলজি বিভাগের প্রাক্তন প্রফেসর ডা. এ কে এম নুরুল আনোয়ার, ঢাকা ডেন্টাল কলেজের অর্থোডনটিকস বিভাগের সাবেক প্রফেসর মো. ইমদাদুল হক এবং এ বিশ^বিদ্যালয়ের এ্যানেসথেশিওলজি বিভাগের সাবেক প্রফেসর আফজালুন নেছা। ডা. কামরুল হাসান খান জানান, আগামী ১৯ ফেব্রæয়ারি বেলা ২টা ৫৫ মিনিটে এ বিশ^বিদ্যালয়ের কেবিন বøক সংলগ্ন মাঠে বিশ^বিদ্যালয়ের তৃতীয় সমাবর্তন অনুষ্ঠিত হবে। এতে সভাপতি থাকবেন প্রেসিডেন্ট ও বিশ^বিদ্যালয়ের চ্যান্সেলর মো. আবদুল হামিদ।
সর্বশেষ তথ্য অনুযায়ী ১২০২ জন উচ্চতর ডিগ্রী অর্জনকারী চিকিৎসক সমাবর্তনে অংশ নিয়ে তাঁদের সনদ গ্রহণ করবেন। সনদ অর্জনকারীদের মধ্য থেকে ছয়টি অনুষদ থেকে সর্বোচ্চ নম্বরধারী ছয়জনকে স্বর্ণ পদক প্রদান করা হবে। এবারের সমাবর্তনে সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত গাইনী বিশেষজ্ঞ, সাবেক আইপিজিএমএন্ডআর (বর্তমানে বিএসএমএমইউ)-এর পরিচালক, স্বাধীনতা পদকপ্রাপ্ত প্রফেসর এ. এইচ. এম তৌহিদুল আনোয়ার চৌধুরী। শুভেচ্ছা বক্তব্য রাখবেন স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম, শিক্ষা মন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নান। স্বাগত বক্তব্য রাখবেন ভিসি প্রফেসর ডা. কামরুল হাসান খান। এবারের সমাবর্তন সুষ্ঠু ও সুন্দরভাবে আয়োজনের লক্ষ্যে ইতিমধ্যে ১৬টি উপ-কমিটি গঠন করা হয়েছে। উল্লেখ্য, এরআগে ২০১১ প্রথম ও ২০১৫ সালে দ্বিতীয় সমাবর্তন অনুষ্ঠিত হয়েছিল।

 

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ